চিড়িয়াখানায় চালু স্মার্টগেট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বনমন্ত্রী হিতেন বর্মণের সামনেই চিড়িয়াখানার দৈনন্দিন কাজে নজরদারির দায়িত্ব অন্য দফতরের মন্ত্রীকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই ফিরহাদ হাকিম ওই এলাকারই বিধায়ক। বৃহস্পতিবার চিড়িয়াখানায় নবনির্মিত স্বয়ংক্রিয় প্রবেশপথের উদ্বোধন করতে গিয়ে এ কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বনমন্ত্রী অনেক দূরে থাকেন। তা-ই ববি (ফিরহাদ হাকিম) এখানকার প্রতিদিনের কাজকর্ম দেখবে।” |
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানান, দু-তিন দিনের মধ্যেই স্বয়ংক্রিয় প্রবেশপথ খুলে দেওয়া হবে। সেখানে স্মার্ট কার্ড ব্যবহার করা হবে। ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হবে পুরনো প্রবেশপথগুলি। ওই অনুষ্ঠানে চিড়িয়াখানার শ্রমিক সংগঠনের সদস্য-অনুগামীদের মুখ্যমন্ত্রী জানান, অন্য শ্রমিক সংগঠনের সঙ্গে ওই সংগঠনের ফারাক রয়েছে। বাইরের কেউ কী বলল তাতে গুরুত্ব না দিয়ে এটাই লক্ষ রাখা উচিত, আন্দোলনের জেরে পশুপাখিদের খাওয়া-দাওয়া যেন বন্ধ না হয়। তিনি আরও জানান, রাজ্যসভায় দলীয় সাংসদদের তহবিল থেকে ১ কোটি টাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষকে দেওয়া হবে সৌন্দর্যায়নের জন্য। ছ’মাসের মধ্যে সৌন্দর্যায়নের কাজ সম্পূর্ণ করতেও কর্তৃপক্ষকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
|
ধোঁয়া-ছাইয়ে ঢাকছে কামেং
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
দাবানলের ফলে আতঙ্ক ছড়িয়েছে অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায়। প্রশাসন সূত্রে খবর, জেলা সদর বমডিলা-সহ বিস্তীর্ণ এলাকা কুয়াশা, ধোয়াঁ ও ছাইয়ে ঢেকে গিয়েছে। দিরাং, বমডিলা, চিল্লিপাম, গাছাম, শেরগাঁও ও দাহু এলাকায় জ্বলছে জঙ্গল। বেশ কিছু এলাকায়, আগুনে পুড়েছে বিদ্যুৎবাহী তারও। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পুলিশ জানায়, গাছের কান্ড ও শেকড়গুলি পাহাড়ের আলগা পাথরগুলিকে আটকে রাখে। দাবানলে গাছ পুড়ে যাওয়ার পরে পাহাড় থেকে লাগাতার পাথর রাস্তায় এসে পড়ছে।
|
প্রহৃত বনকর্মীরা
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
হাতি তাড়াতে গিয়ে এলাকাবাসীদের হাতে মার খেলেন বন কর্মীরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মেটেলি থানার ধূপঝোরা লাগোয়া আজগর পাড়ায়। খুনিয়া স্কোয়াডে আক্রান্ত বনকর্মীদের তরফে খুনিয়ার রেঞ্জ অফিসার তরুণ মহলনাবিশকে অভিযোগ করা হয়। ৭ বনকর্মী আক্রান্ত হন। জলপাইগুড়ি বন্যপ্রাণী ২ বিভাগের ডিএফও সুমিতা ঘটক জানান, ঘটনাটি দুঃখজনক।
|
বাঘ সুমারি থেকে বিরত থাকবেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের অস্থায়ী কর্মীরা। বৃহস্পতিবার তাঁরা বিষয়টি জানিয়েছে। ১৩ ও ২৬ ফেব্রুয়ারি বাঘ সুমারি হবে। প্রকল্পের ডিএফডি ভাস্কর জেভি বলেন, “এই বিষয়টি জানি না। খোঁজ নেব।” বক্সা ব্যাঘ্র প্রকল্পে ২০০ অস্থায়ী কর্মীকে মাসে ৬,৬০০ টাকা দেওয়া হয়। তা বাড়ানোর দাবি জানানো হয়েছে।
|