ধৃতের শাস্তি চেয়ে থানায় বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • সিমলাপাল |
স্কুল ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় ধৃত যুবকের শাস্তি চেয়ে থানায় বিক্ষোভ দেখাল স্কুল-কলেজের পড়ুয়ারা। শনিবার বাঁকুড়ার সিমলাপাল থানায় ওই বিক্ষোভে সামিল হন বাসিন্দারাও। পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “অভিযুক্ত সুখেন ধীবরকে শুক্রবার রাতে ধরা হয়েছে।” ঘটনায় আরও কেউ জড়িত কিনা তদন্তে দেখা হচ্ছে। শনিবার খাতড়া আদালত ধৃতকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। সিমলাপাল বাসস্ট্যান্ড এলাকার ১৬ বছরের লক্ষ্মীপ্রিয়া গরাই বুধবার গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। সুইসাইড নোটে সে সুখেন ধীবরকে দায়ী করে। পরিজনদের অভিযোগ, সুখেন উত্যক্ত করায় ও হুমকি দেওয়ায় লক্ষ্মীপ্রিয়া আত্মহত্যা করে। |
পুড়ল তৃণমূলের কার্যালয়
নিজস্ব সংবাদদাতা • পাড়ুই |
তৃণমূলের একটি দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। শনিবার ভোরে বীরভূমের পাড়ুই থানার ইকেড়া গ্রামে ঘটনাটি ঘটেছে ।
তৃণমূলের অমরপুর অঞ্চল সভাপতি লালনবিহারী দাসের অভিযোগ, “শুক্রবার এলাকায় কৃষকসভার মিছিল থেকে আমাদের দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। শনিবার ভোরে ওরাই পার্টি অফিসে লুঠপাট চালিয়ে আগুন লাগিয়ে দেয়। দলের পতাকা, ফেস্টুন, কাগজও পুড়িয়ে দেয়।” থানায় তাঁরা অভিযোগ করেছেন। সিপিএম নেতৃত্বের পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ওই ঘটনা ঘটেছে। |
সিপিএম নেতা প্রহৃত, নালিশ তৃণমূলের নামে
নিজস্ব সংবাদদাতা • কোতুলপুর |
সিপিএমের দুই নেতাকে মারধর ও কংগ্রেস বিধায়ককে নিগ্রহের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার বিকেলে বাঁকুড়ার কোতুলপুর থানার গোপীনাথপুরে স্থানীয় কংগ্রেস বিধায়ক সৌমিত্র খাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে সভা দখল করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে কংগ্রেস কর্মীরা কোতুলপুর থানার সামনে বিক্ষোভ দেখান। বিধায়কের অভিযোগ, “তৃণমূলের কোতুলপুর ব্লক সভাপতি প্রবীর গরাইয়ের উপস্থিতিতে তাঁর দলের কর্মীরা আমাদের কর্মীদের মারধর করে পতাকা-ফেস্টুন ছিঁড়ে দেয়।” প্রবীরবাবু ফোন ধরেননি। এ দিনই জয়পুরে সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ষড়ানন পাণ্ডে ও বাঁকুড়া জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সিপিএমের সামিদ জমাদারকে গাড়ি থেকে নামিয়ে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের জেলা সম্পাদক অমিয় পাত্রের অভিযোগ, “তৃণমূলের লোকেরা ওদের মারধর করেছে।” তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি অরূপ চক্রবর্তীর দাবি, “আমাদের দল জড়িত নয়।” |
গ্রেফতার দুই
নিজস্ব সংবাদদাতা • কেন্দা |
খুনের অভিযোগে পড়শি-সহ দু’জনকে গ্রেফতার করা হল। ধৃতেরা হলেন পুরুলিয়া জেলার রঞ্জিত মুখোপাধ্যায় ও হরিপদ মাহাতো। মৃত মুক্তিপদ গঙ্গোপাধ্যায় (৫২) কেন্দার বাসিন্দা। |
বোলপুরে চুরি নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
মাদক ছড়িয়ে বাড়ির দরজা-জানলা ভেঙে সোনা ও টাকা চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে বোলপুর শহরের অন্নদাপল্লির ঘটনা। |
অফিসে তালা
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
নিয়মিত কাজের দাবিতে শনিবার বাঁকুড়ায় কমান্ডারের অফিসে তালা ঝোলাল এনভিএফ কর্মীরা। পুলিশ গিয়ে তালা ভেঙে অফিসে আটকে পড়া দুই কর্মীকে উদ্ধার করে। |