ফেব্রুয়ারিতে দু’দিনের ধর্মঘটের সমর্থনে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অফিসের সামনে ডাকা ট্রেড ইউনিয়নগুলির ডাকা পথসভায় হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার ওই সভায় ছিলেন সিটু, আইএনটিইউসি, এআইটিইউসি নেতারা। সিটু নেতা তথা দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তীর অভিযোগ, হঠাৎ এক দল মদ্যপ যুবক বাঁশ-লাঠি নিয়ে সভায় চড়াও হয়। মারমুখী হয়ে মঞ্চে উঠে তারা হুমকি দিতে থাকে। মঞ্চের চেয়ার-টেবিল উল্টে পতাকা ফেলে দেয়। বিপ্রেন্দুবাবু বলেন, “পুলিশের অনুমতি নিয়ে সভা করছিলাম। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে।” প্রতিবাদে আজ, শনিবার পুলিশের কাছে তাঁরা স্মারকলিপিও দেবেন বলে জানান। দুর্গাপুরের ৩ নম্বর ব্লক তৃণমূল সভাপতি সুনীল চট্টোপাধ্যায় বলেন, “ঘটনার নিন্দা করছি। কারা এই ঘটনা ঘটিয়েছে, খোঁজ নিয়ে দেখছি।”
|
বধূর হার ছিনতাই নকল পুলিশের
সংবাদসংস্থা • আসানসোল |
রাস্তায় পথচারী বধূকে গয়না পরে হাঁটতে বারণ করেছিল দুই যুবক। নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়েছিল তারা। শেষে তারাই ওই মহিলার সোনার হার ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। শনিবার আসানসোলের চেলিডাঙায় এই ঘটনা ঘটেছে।
|
এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ মিলল রানিগঞ্জ স্টেশনের কাছে। রেল পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
|
মাটি উৎসব শুরু হচ্ছে ৯ ফেব্রুয়ারিতেই। তবে তার জায়গা পরিবর্তন হল। রাজ্য সরকারের কোনও কোনও দফতর চেয়েছিল, মাটি উৎসব কয়েক দিন পিছিয়ে দিতে। তাদের যুক্তি ছিল, উৎসবের প্রস্তুতির জন্য কিছুটা সময় দরকার। কিন্তু ২৫ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। মহাকরণ সূত্রের খবর, ওই পরীক্ষার কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসব পিছিয়ে দিতে রাজি হননি। তবে সাত দিন ব্যাপী এই উৎসব হবে পানাগড়ের দার্জিলিং মোড়ে লালবাবার আশ্রমের কাছে বন দফতরের জমিতে। আগে ঠিক ছিল, পানাগড়ে শিল্প দফতরের জমিতে এই উৎসব হবে। |