আজ, ২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক জলাভূমি দিবস। দুর্ভাগ্য, দিনটি ঘটা করে পালিত হলেও জলাভূমি সংরক্ষণে সচেতনতা থেকে গিয়েছে তিমিরেই। অবাধে চলছে পুকুর বুজিয়ে বাড়িঘর তৈরি। জলাশয় নোংরা করার প্রবণতাও কমেনি। মেদিনীপুর-খড়্গপুর ঘুরে আনন্দবাজারের প্রতিবেদন। |
|||
জলাভূমি ভরাট | জল-দূষণ | ||
মেদিনীপুরের নান্নুরচক, বল্লভপুর, নতুনবাজারে |
খড়্গপুরের রামকৃষ্ণপল্লি, কৌশল্যা, সাঁজোয়ালে |
মেদিনীপুরের দ্বারিবাঁধ, বক্সিবাজার, মল্লিকচকে |
খড়্গপুরের পুরাতন বাজার, ইন্দা, সুভাষপল্লিতে |
নান্নুরচকে জলাশয় বুজিয়ে উঠেছে বাড়ি |
কৌশল্যায় সদ্য ভরাট হয়েছে পুকুর |
আবর্জনায় ভরা দ্বারিবাঁধের মতিঝিল |
পুরাতন বাজারে পুকুর ভরেছে কচুরিপানায় |
অরিন্দম দত্ত অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) |
মৃগেন মাইতি চেয়ারম্যান (মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদ) |
এরশাদ আলি উপ-পুরপ্রধান, মেদিনীপুর |
তুষার চৌধুরী ভারপ্রাপ্ত পুরপ্রধান, খড়্গপুর |
জলাজমি ভরাটের অভিযোগ এলে প্রথমে বিএলআরওকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। কাজ বন্ধেরও নির্দেশ দেওয়া হয়। |
মেদিনীপুরের নান্নুরচক, বেড় বল্লভপুর থেকে জলাভূমি ভরাটের অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। |
জলাভূমিতে বাড়ি তৈরির অনুমতি দেওয়া হয় না। অভিযোগ পেলে দ্রুত পদক্ষেপ করা হয়। নিষেধাজ্ঞা এড়িয়ে জলাশয় অপরিচ্ছন্ন করলে পুর-উদ্যোগে সাফাই করা হয়। | সম্প্রতি কৌশল্যা এলাকায় জলাভূমি ভরাটের অভিযোগ পেয়েছিলাম। তদন্তে দেখা যায়, সরকারি নথিতে জায়গাটি বাস্তুজমি বলেই উল্লেখিত। |
১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি ইরানের রামসর শহরে অনুষ্ঠিত হয়েছিল জলাভূমি-সম্মেলন। ক্যাস্পিয়ন সাগরের তীরে সেই সম্মেলনে জলাভূমি সংরক্ষণ অভিযানের সূচনা। সেই থেকে দিনটি আন্তর্জাতিক জলাভূমি দিবস হিসেবে পালিত হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় জলভূমি সংরক্ষণে সচেতনতা বাড়াতে দিনটিতে নানা কর্মসূচি নিয়ে থাকে সরকারি, বেসরকারি বিভিন্ন সংগঠন। |