রামপুরহাটে লাইনচ্যুত সাহেবগঞ্জ-গয়া প্যাসেঞ্জার |
আজ সকাল ৭টা ৪৫ নাগাদ রামপুরহাট স্টেশনের কাছে সাহেবগঞ্জ-গয়া প্যাসেঞ্জারের দু’টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটির ইঞ্জিন বদলানোর সময় এই দুর্ঘটনাটি ঘটে। এর ফলে দীর্ঘ ক্ষণ বর্ধমান-রামপুরহাট মেইন লাইনে রেল চলাচলে বন্ধ রয়েছে। খবর পেয়ে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌছেঁ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় লাইন সারিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
|
গত কাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত বাউল শিল্পী গৌড় খ্যাপা। গত ২২ জানুয়ারি শান্তিনিকেতনে যাওয়ার সময় ইলমবাজারের কাছে একটি পথ দুর্ঘটনায় তিনি গুরুতর ভাবে আহত হন। ঘটনাস্থলেই তাঁর দুই সঙ্গীরও মৃত্যু হয়। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় প্রথমে একটি স্থানীয় হাসপাতালে ও পরে কলকাতায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। আইসিসিইউতে ভর্ত্তি ছিলেন তিনি। দুর্ঘটনার ফলে তাঁর মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে। এছাড়া শ্বাসকষ্টজনিত সমস্যাতেও ভুগছিলেন তিনি। শুক্রবার মহাকরণ থেকে ঘোষণা করা হয় তাঁর যাবতীয় চিকিত্সার খরচ বহন করবে রাজ্য সরকার। তবে চিকিত্সকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে গত কাল গভীর রাতে তিনি পরলোক গমন করেন। |