|
|
|
|
জাতীয় ভোটার দিবস অনুষ্ঠান |
আমন্ত্রণ পেয়েও অনুপস্থিত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো সত্ত্বেও জাতীয় ভোটার দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের অনুষ্ঠানে এলেন না তৃণমূলের নেতারা। রাজ্যে শাসকদলের এ হেন মনোভাবে গুঞ্জন ছড়িয়েছে শহরে। তৃণমূল নেতৃত্ব অবশ্য এই পরিস্থিতির জন্য জেলা প্রশাসনের ঘাড়ে দোষ চাপিয়েছেন। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন বলেন, ‘‘অনুষ্ঠানের চিঠি যথাযথ ভাবে আমাদের কাছে আসেনি। যোগাযোগের অভাবেই এই ঘটনা ঘটেছে।’’
যদিও পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) মলয় হালদার জানিয়েছেন, অন্য রাজনৈতিক দলগুলির মতো তৃণমূল নেতৃত্বকেও চিঠি দিয়ে আমন্ত্রণ করা হয়েছিল। আর তৃণমূলের তমলুক শহর সভাপতি দিব্যেন্দু রায় চিঠি পাওয়ার কথা মেনে নিয়ে বলেন, ‘‘জাতীয় ভোটার দিবস পালন করার জন্য জেলা প্রশাসনের অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলাম। আমি অনুষ্ঠানে গিয়েও ছিলাম। সময় নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তাই অনুষ্ঠানের সময় উপস্থিত থাকতে পারিনি।”
জাতীয় ভোটার দিবস উপলক্ষে এ দিন সকালে তমলুক শহরের রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দান থেকে জেলা প্রশাসনিক অফিস পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) মলয় হালদার, তমলুকের মহকুমাশাসক দেবাশিস বিশ্বাস, জেলা নির্বাচন দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ পাল-সহ প্রশাসনিক আধিকারিকেরা ছাড়াও আমন্ত্রিত কংগ্রেস নেতা মৃণাল পাল, সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য শক্তিপদ বেরা, সিপিআই জেলা সম্পাদক নিরঞ্জন ঘড়ারা উপস্থিত ছিলেন। স্থানীয় ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীও যোগ দেন পদযাত্রায়। এরপর জেলাশাসকের দফতরের সভাঘরে আলোচনাসভা হয়। ভোটার সচেতনতা নিয়ে জেলা স্তরের স্লোগান ও ক্যুইজ প্রতিযোগিতায় সফলদের পুরস্কৃত করা হয়। |
|
|
|
|
|