নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পাক্কা দু’বছর মোহনবাগানের বিরুদ্ধে অপরাজিত। এ বারের আই লিগের প্রথম পর্বের ম্যাচেও নবিদের হারিয়েছে একতরফা ভাবে। কল্যাণীতে সেই ইউনাইটেড স্পোর্টসই রবিবার প্রতিপক্ষ মোহনবাগানের। তার আগেই চলতি মরসুমে সবুজ-মেরুন জার্সি গায়ে ব্যর্থ নাইজেরীয় স্ট্যানলিকে সরানো হল। তার জায়গায় এলেন সালগাওকরে বাতিল নামিবিয়ার মিডফিল্ডার কুইনটন জেকবস। রবিবার র্যান্টিদের বিরুদ্ধে দলে থাকতে পারেন তিনি।
এ দিন বিকেলে আইএফএ অফিসে সই সেরে কুইনটন বলে গেলেন, “আমি অ্যাটাকিং মিডিও। কিন্তু ডেভিড বুথ স্ট্রাইকারে খেলানোয় সমস্যা হচ্ছিল।” ভারতে পা দেওয়ার পর ভাইচুংয়ের দলের হয়ে দ্বিতীয় ডিভিশন আই লিগে খেলেছেন বাগানের এই চতুর্থ বিদেশি। চলতি মরসুমে সালগাওকরের জার্সি গায়ে ১৩ ম্যাচে কোনও গোল নেই তাঁর। |
ভাইচুংদের দলের বিরুদ্ধে ড্র ভুলে টোলগে-নবিদের চোখ ইউনাইটেড ম্যাচে। ১২ অক্টোবর প্রথম পর্বের এই ম্যাচেই ভিনসেন্ট-র্যান্টির জোড়া গোলে পর্যুদস্ত হওয়ায় নাটকীয় ভাবে চাকরি গিয়েছিল বাগান কোচ সন্তোষ কাশ্যপের। উঠে এসেছিলেন ময়দানের ‘নতুন মজিদ’ কার্লোস হার্নান্ডেজ।
এ বার পরিস্থিতি একটু আলাদা। করিমের দলে যেমন ওডাফা নেই, তেমনই পিতৃবিয়োগ হওয়ায় দেশে ফিরেছেন কার্লোস। প্রথম পর্বে হারের বদলা হবে? শুক্রবার অনুশীলনের পর এই প্রশ্ন শুনেই, “নো কমেন্টস” বলে ড্রেসিংরুমে ঢুকে পড়লেন টোলগে। বাগানের অস্ট্রেলীয় স্ট্রাইকার মুখ না খুললেও করিম বেঞ্চারিফা বললেন, “সিকিমের ফরিদ-জেনিথ মাঝমাঠে দাঁড়িয়ে ব্লক করছিল। লালকমলরা কিন্তু ওপেন অ্যাটাকে আসবে।” যা শুনে নবিও বলছেন, “ওটাকেই কাজে লাগিয়ে জিততে হবে।” গোদের উপর বিষফোঁড়ার মতো আনোয়ারদের বিরুদ্ধে ফের হাঁটুতে চোট পেয়ে অনিশ্চিত জুয়েল। সে ক্ষেত্রে আক্রমণে টোলগের সঙ্গী হতে পারেন সাবিথ। লেফট হাফে নবি শুরু করবেন জুয়েলের জায়গায়। বাকি দল একই।
উল্টোদিকে, প্রয়াগও চোটের কারণে এই ম্যাচে পাচ্ছে না লেফট ব্যাক সুখেন দে এবং মিডফিল্ডার লেস্টার ফার্নান্ডেজকে। শুক্রবারই লিয়েনে সই করানো হল পাঠচক্রের স্ট্রাইকার লালমোহন হাঁসদাকে। তবে মাঝমাঠে ফিরছেন লালকমল। আক্রমণে সেই র্যান্টি-ভিনসেন্ট। ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট সাতোরির দলের। কাকতালীয়ভাবে চলতি আই লিগে কোনও ম্যাচ হারার পরের খেলাতেই জয়ে ফিরেছে ইউনাইটেড স্পোর্টস। যে তথ্য শুনে গোলরক্ষক সংগ্রাম মুখোপাধ্যায় হাসতে হাসতে বললেন, ‘‘মোহনবাগানই এগিয়ে। কার্লোস নেই। তবে আমরা বিনা যুদ্ধে লড়াই ছাড়ব না।” কোচ সাতোরিও বললেন, “আমরা তিন পয়েন্টের লক্ষ্যেই ঝাঁপাব। বহুদিন ম্যাচ না খেলায় মোহনবাগানের ফিটনেস সমস্যা রয়েছে। সেটাই বড় সুযোগ।” |