টুকরো খবর |
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অশ্বিনী সিংহ (২৪)। সে ছোট আয়মার বাসিন্দা। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুরের ছোট আয়মায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্য দিকে এ দিনই দুপুরে বেলদা -নেকুড়শনি মাঝে রেল লাইন থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার করেছে রেল পুলিশ। মৃতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
|
লোকসংস্কৃতি উৎসব
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
শুরু হল তিন দিনের দাঁতন ১ ব্লকের গোপীনাথপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান পরিচালিত লোকসংস্কৃতি উৎসব। রাইপুর পঞ্চায়েত ময়দানে উদ্বোধন করেন দাঁতন ভট্টর কলেজের অধ্যাপক অন্নদাশঙ্কর পাহাড়ি। শুক্রবার বাউল, গৌড়ীয় নৃত্য, শনিবার লেটো ও গোটিপুয়া নৃত্য এবং রবিবার ওড়িশি নৃত্য ও নাটকের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও উৎসবে প্রতিদিনই থাকছে লোক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ট্রাকের ধাক্কায় এক মহিলার মৃত্যু ঘিরে শুক্রবার সকালে উত্তেজনা ছড়াল মেদিনীপুর কোতয়ালি থানার অর্ন্তগত কনকাবতী এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত তরুলতা মাঝি(৪৫) বাড়ি মেদিনীপুর সদর ব্লকের জামশোলে। শুক্রবার ওই মহিলা ধেড়ুয়া-মেদিনীপুর সড়ক দিয়ে মেদিনীপুরের দিকে আসছিলেন। সেই সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
|
অনুষ্ঠান |
শিশু সংগঠন ‘বঙ্কিম স্মৃতি সব পেয়েছি আসরের’ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হল শুক্রবার। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক সৌম্য হালদার, অবর বিদ্যালয় পরিদর্শক অরুণাভ প্রহরাজ, শিক্ষাবিদ চপল ভট্টাচার্য প্রমুখ। |
|