আশার কিরণ নিয়ে এল একটি আলোকচিত্র। উল্লুক মায়ের কোলে স্তন্যপানরত সন্তান। ২২ জানুয়ারি বনমানুষ বিশেষজ্ঞ কুলদীপ রায় মেহাওয়ের অরণ্যে ছবিটি তোলেন। ডেল্লো গ্রামের আশপাশে আটকে পড়া ৫টি উল্লুক পরিবার এখন মেহাও অভয়ারণ্যের নিরাপদ আশ্রয়ে রয়েছে। তবে স্থানবদলে কতটা প্রভাব উল্লুক বংশের উপরে পড়েছে তা নিয়ে চিন্তায় ছিলেন ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞরা। নতুন জায়গায় তাদের বংশবিস্তারের কথা জানতে পেরে আপাতত তাঁরা নিশ্চিন্ত। নবজাতকের নাম দেওয়া হয়েছে ‘ওইজু’। স্থানীয় ইদু-মিশমি ভাষায় যার অর্থ ‘আশা’। ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারের প্রাণী উদ্ধার বিষয়ক অধিকর্তা ইয়ান রবিনসন বলেন, “নতুন এলাকায় এসে উল্লুকদের বংশ বিস্তারের ঘটনা আমাদের প্রকল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঘটনা।” অরুণাচল প্রদেশের ডেল্লো থেকে বিপন্ন প্রজাতির ইস্টার্ন হুলক গিবনের পাঁচটি পরিবারকে গত বছর উদ্ধার করে মেহাওয়ে নিয়ে যাওয়া হয়েছে। সংস্থার প্রধান প্রাণীবিদ এনভিকে আশরফ জানান, এমন আরও ১৫টি পরিবার ডেল্লোর আশপাশের গাছে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। তাদেরও উদ্ধার করে মেহাওয়ের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হবে।
|
ঘাস কাটতে গিয়ে চা বাগানের ঝোপে লুকিয়ে থাকা চিতাবাঘের হামলায় জখম হলেন এক মহিলা। শুক্রবার পাটকাপাড়ায়। জখমের নাম মালতি ওরাঁও।
|
সল্টলেক ডিএল ব্লকে গাছ কাটার ঘটনায় স্থানীয় ১৫নম্বর ওয়ার্ডের ওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট কাজল প্রধানকে শুক্রবার গ্রেফতার করল বিধাননগর পূর্ব থানার পুলিশ। বৃহস্পতিবারই ওই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার ধৃতদের বিধাননগর এসিজেএম আদালতে তোলা হলে তাদের প্রত্যেকেরই জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। |