পদ্ম-সম্মান শর্মিলা, অশোক সেনকে
নিজস্ব প্রতিবেদন |
এক জন ‘স্ট্রিং থিওরি’-তে তাঁর অবদানের জন্য বিশ্ববিখ্যাত। সদ্য গত বছর পেয়েছেন ‘ফান্ডামেন্টাল ফিজিক্স’ পুরস্কার, যার অর্থমূল্য নোবেল পুরস্কারের তিন গুণ।
নিবাস ইলাহাবাদ।
এক জন তাঁর অভিনয়ে ভারত মাতানোর পরে হয়েছিলেন সেন্সর বোর্ডের প্রধান। ভারতীয় ক্রিকেট নবাবের বেগম এখন থাকেন দিল্লিতে। এক জন তাঁর সাহিত্য প্রজ্ঞায় ঠাঁই করে নিয়েছেন ভুবনের মাঝে। তাঁর নিবাস আমেরিকায়।
প্রথম জন, বিজ্ঞানী অশোক সেন এ বার পদ্মভূষণ সম্মান পেলেন। |
|
সাম্প্রতিক সময়ে বাঙালি যদি কোনও একটি নাম ঘিরে আন্তর্জাতিক বিজ্ঞান মঞ্চে কলার তোলার সুযোগ পেয়ে থাকে, তিনি অশোক সেন। গত বছর আক্ষরিক ভাবেই বিশ্বের সব থেকে দামি সম্মান ‘ফান্ডামেন্টাল ফিজিক্স’ পুরস্কার পান তিনি। তিনি ছাড়া গোটা বিশ্বের আর মাত্র আট জন বিজ্ঞানী এই পুরস্কার পেয়েছিলেন। সেই দলে বাকি সকলেই পশ্চিমী দুনিয়ার লোক। সেখানে প্রেসিডেন্সি কলেজের এই প্রাক্তনীর নাম আলাদা ভাবে উল্লেখ করেছিলেন পুরস্কারদাতা ইউরি মিলনার। আর অশোকবাবু বলেছিলেন, “ভারতে অনেক ভাল পদার্থবিজ্ঞানী আছেন, যাঁরা স্ট্রিং থিওরির উপরে কাজ করছেন। আশা করি, আরও অনেকে ভবিষ্যতে এই পুরস্কার পাবেন।” |
|
দ্বিতীয় জন শর্মিলা ঠাকুর। তিনিও এ বার পদ্মভূষণ সম্মানে সম্মানিত। একই সম্মান পেয়েছেন সাহিত্য সমালোচক গায়ত্রী চক্রবর্তী স্পিভাকও। এঁরা কেউই এখন কলকাতায় থাকেন না। এই তালিকায় আরও এক জন এমন বাঙালি রয়েছেন। তিনি ঝর্ণাধারা চৌধুরী, বাংলাদেশের গায়িকা। তিনি পেয়েছেন পদ্মশ্রী।
মোট আট জন বাঙালি রয়েছেন এ বারের পদ্মসম্মানের তালিকায়। সেখানে যেমন প্রবাসীরা আছেন, তেমনই আছেন ঘরের মানুষও। যেমন উস্তাদ আব্দুল রশিদ খান। পদ্মভূষণে সম্মানিত তিনি। সাহিত্যের জন্য মরণোত্তর পদ্মশ্রী পেয়েছেন শিল্পী ওয়াসিম কপূরের বাবা সালেখ লখনউভি। পদ্মশ্রী পেয়েছেন পূর্ণদাস বাউল, বিজ্ঞানী শঙ্করকুমার পাল।
অনেকেই বলেন, পদ্মসম্মানের সঙ্গে জড়িয়ে থাকে রাজনীতি। বহু বারই এই পুরস্কার দেওয়া নিয়ে বিতর্ক হয়েছে। তাই এখন অনেকটাই গুরুত্ব হারিয়েছে এই সম্মান। তবু মানুষের মধ্যে আগ্রহ থাকেই। |
সম্মানিত আরও কয়েক জন |
যশ পাল |
পদ্মবিভূষণ |
বিজ্ঞান ও প্রযুক্তি |
রাজেশ খন্না
(মরণোত্তর) |
পদ্মভূষণ |
কলাশিল্প |
যশপাল সিংহ ভাট্টি
(মরণোত্তর) |
পদ্মভূষণ |
কলাশিল্প |
মেরি কম |
পদ্মভূষণ |
ক্রীড়া |
রাহুল দ্রাবিড় |
পদ্মভূষণ |
ক্রীড়া |
নানা পটেকর |
পদ্মশ্রী |
কলাশিল্প |
শ্রীদেবী |
পদ্মশ্রী |
কলাশিল্প |
|
|