দু’দল অটোচালকের মধ্যে সংঘর্ষের জেরে চাঞ্চল্য ছড়াল সল্টলেকের ৮নম্বর আইল্যান্ড এলাকায়। পুলিশ জানায়, শুক্রবার সকালের এই ঘটনায় বেশ কয়েকজন আহত হ ন। তাঁদের একজন বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি।
আক্রান্তদের দাবি, ৮নম্বর আইল্যান্ডের কাছে কেষ্টপুর খাল পাড়ে ব্রিজের কাজ চলছে। তাই ব্রিজের কাছেই সমস্ত ‘ফ্লাইং’ অটোগুলিকে নিয়ে উল্টোডাঙা রুটের নতুন একটি অটোস্ট্যান্ড (৮ নম্বর) হওয়ার কথা হয়েছে। আজ (শনিবার) থেকে তা চালু হওয়ার কথা। সেই মতো শুক্রবার স্ট্যান্ডের বোর্ড, পতাকা লাগাতে গেলে তাদের উপর আচমকা চড়াও হয়ে মারধর করা হয়।
অবশ্য অটোচালকদের এক পক্ষের অভিযোগ, স্ট্যান্ডটি চালু হয়ে গেলে উল্টোডাঙার রুটে ভাড়ার হেরফের হবে। তাই আশপাশের স্ট্যান্ডের অটোচালকেরা রড, বাঁশ নিয়ে আচমকা ওদের উপর আক্রমণ চালান। নতুন স্ট্যান্ডের চালকদের অভিযোগ, স্ট্যান্ডটি চালু হয়ে গেলে প্রতি অটোপিছু টাকা দিতে হবে বলে দাবি করেছিল অন্যান্য স্ট্যান্ডের চালকেরা। চালকদের দাবি, তাঁরা তা মানতে না চাওয়াতেই গণ্ডগোলের সূত্রপাত।
অটো ইউনিয়নের নেতা সুজিত পাল (তিনি নিজেকে বিধাননগর তৃণমূলের সাধারণ সম্পাদক বলে দাবি করেছেন) বলেন, ‘এখানে স্ট্যান্ড হওয়ার কথা। তৃণমূল নেতৃত্বকে তা জানানো হয়েছে। তা সত্ত্বেও আচমকাই সকালে এই ঘটনা ঘটে।’
অপর দিকে, অন্য পক্ষ পুলিশের কাছে পাল্টা অভিযোগ করে, ‘এখানে জোর করে স্ট্যান্ড করা হচ্ছে। আমরা তা নিয়ে বলতে গেলে উল্টে আমাদের মারধর করা হয়’। প্রসঙ্গত, দু’পক্ষই নিজেদের তৃণমূলের দু’টি ভিন্ন গোষ্ঠীর সমর্থক বলে দাবি করেছে।
এ দিকে, শুক্রবার এই ঘটনার জেরে পথচারী ও আশেপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাছেই বিধাননগর পূর্ব পুলিশ থানা থাকা সত্ত্বেও সাত সকালে এমন ঘটনা ঘটায় স্থানীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই এলাকার বাসিন্দারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। |