টুকরো খবর
ড্রিমলাইনার তদন্ত চলছেই
ব্যাটারিতে শর্ট সার্কিটের কারণে জানুয়ারির গোড়ায় ৭৮৭ বোয়িং ড্রিমলাইনারটিতে আগুন লেগে গিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহণ নিরাপত্তা সংস্থার চেয়ারম্যান ডেবোরাহ হার্সমান বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। বর্তমানে মোট বিমান খরচের ৬০% জ্বালানি কিনতেই লেগে যায়। ড্রিমলাইনারে হালকা ওজনের লিথিয়াম-আয়ন ব্যাটারি লাগালে সেই খরচ ২০% কমে যাবে, এমনটাই দাবি করেছিল ড্রিমলাইনার প্রস্তুতকারী সংস্থা। কিন্তু দীর্ঘক্ষণ আকাশে ওড়ার পরই শুরু হয় সমস্যা। ওই লিথিয়াম-আয়ন ব্যাটারি গরম হয়ে রাসয়নিক বিক্রিয়া ঘটাতে শুরু করে। তাতেই শর্ট সার্কিট হওয়ায় আগুন লেগে যায় ওই ড্রিমলাইনারটিতে। তদন্তকারী সংস্থা আরও জানিয়েছে, এখনও তদন্ত চলছে। তবে তা কতদিন ধরে চলবে এখনই বলা যাচ্ছে না।

প্রতারণার দায়ে জেলে ধর্মগুরু
মার্কিন ভিসা নিয়ে প্রতারণা করার দায়ে ৩৭ মাসের জেল হল এক ভারতীয় ধর্মগুরুর। ৩৭ মাসের কারাবাসের পর তাঁকে দেশে ফেরত পাঠানো হবে। আমেরিকার উইসকনসিনে তিনি একটি মন্দির স্থাপন করেছিলেন। ৩২ বছরের সাগরসেন হালদার ওরফে গোপাল হরি দাস ধর্ম প্রচারের জন্য আর-ওয়ান ভিসা নিয়ে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। তাঁর সঙ্গে আরও ১২ জন সঙ্গী ছিলেন। তাঁরা যাওয়ার সময় বলেছিলেন ভারতেও তাঁদের ধর্মীয় কাজের অভিজ্ঞতা আছে। কিন্তু তা সত্য নয়। প্রসঙ্গত, আর-ওয়ান ভিসা নিজের দেশে ধর্মীয় কাজের যথেষ্ট অভিজ্ঞতা থাকলে তবেই পাওয়া যায়।

হাসপাতালেই মৃত্যু বন্দির
লাহৌরের এক হাসপাতালে মৃত্যু হল চামেল সিংহ নামে এক ভারতীয় বন্দির। পাক জেলের কর্মীরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। পাক সীমান্তে অবাধে ঘোরাঘুরি করছিলেন বছর চল্লিশের চামেল। তখনই চরবৃত্তির অভিযোগে ধরা পড়েন পাক সেনার হাতে। ২০০৮-এর ঘটনা। জম্মু ও কাশ্মীরের প্রাগওয়ালের বাসিন্দা তিনি। পাঁচ বছরের কারাবাসের সাজা শোনায় পাক আদালত। বাড়ির লোকেরা জানান, সেদিন মাঠে গিয়ে আর ফেরেননি চামেল।

মালালার নামে নতুন বিল
মালালা ইউসুফজাইয়ের নামে একটি নতুন বিল পেশ করলেন দুই মার্কিন সেনেটর। মূলত মার্কিন সেনেটর বারবারা বক্সার এবং ম্যারি ল্যান্ড্রিউয়ের উদ্যোগেই এই বিল। পিরস্তাবিত আইনে পাকিস্তানের পিছিয়ে পড়া মেয়েরা আমেরিকায় থেকে নিখরচায় লেখাপড়ার সুযোগ পাবে। মার্কিন সেনেটর ল্যান্ড্রিউয়ের কথায়, “যখন আমরা দারিদ্র ও নিম্ন মানের সামাজিক পরিকাঠামোয় বেড়ে ওঠা সারা বিশ্বের মেয়েদের অবস্থা দেখি তখন আমেরিকার মেয়েরা কতটা স্বাধীনতা পেয়ে থাকে তা বোঝা যায়।”

বন্ধ পরিষেবা
নিরাপত্তার জন্য মোবাইল পরিষেবা বন্ধ রাখল পাক টেলিকম দফতর। বৃহস্পতিবার থেকে ৬০টি শহরে বন্ধ করে দেওয়া হয় মোবাইল পরিষেবা। পাক সরকারের এই পদক্ষেপে সমস্যায় ইসলামাবাদের মানুষজন।

সন্ত্রাস রুখতে
সন্ত্রাসের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে জোট বাঁধতে ভারতকে পরামর্শ দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম। শুক্রবার গোয়েন্দা সংস্থা র’-এর একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.