|
|
|
|
বিনা অনুমতিতে প্রচার, হোর্ডিং সরাল পুলিশ |
নিজস্ব সংবাদদাতা • বধর্মান |
পুলিশ বা প্রশাসনের অনুমতি না নেওয়ায় একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানের প্রচার আটকে দিল জেলা পুলিশ। শহরের বিভিন্ন জায়গায় রাখা ওই অনুষ্ঠানের হোর্ডিং শুক্রবার খুলে নিল বর্ধমান থানার পুলিশ।
বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, ‘‘পুলিশ বা প্রশাসনের অনুমতি না নিয়েই ওই চ্যানেল সংস্থাটি শহর জুড়ে আগামী ৩ ফেব্রুয়ারির একটি জলসার প্রচার ও টিকিট বিক্রি শুরু করে। তাতে টলিউডের দুই সুপার হিট নায়ক-নায়িকা ও এক সুরকারেরও যোগ দেওয়ার কথা। কিন্তু পুলিশকে এ ব্যাপারে কিছু জানানোও হয়নি। কিন্তু গোলমাল হলে তার দায় কে নেবে? তাই আমরা ওই চ্যানেল সংস্থার প্রচার বন্ধ করে দিয়েছি। ওদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হবে।” ওই চ্যানেল সংস্থার অন্যতম অধিকর্তা সঞ্জয়কুমার সিংহ বলেন, “আমরা পুলিশের কাছে অনুষ্ঠানের অনুমতি চেয়েছিলাম। পুলিশ তা বাতিল করেছে কিনা, তা জানিনা। পুলিশের অনুমতি না পেলে ৩ ফেব্রুয়ারির অনুষ্ঠান বাতিল করতে হবে।”
পুলিশ সূত্রে খবর, বর্ধমানের একটি ভুয়ো লগ্নিকারী সংস্থার কর্মীরা দুর্গাপুরের ওই চ্যানেল সংস্থার অনুষ্ঠানটির প্রচারের কাজ করছিলেন। প্রতিদিনই মাইক বাজিয়ে চলছিল ওই প্রচার। মাঝেমাঝে প্রচার ‘রুচিহীন’ হয়ে পড়ছিল বলেও পুলিশের দাবি। নাগরিকেরাও অভিযোগ করছিলেন। বর্ধমান থানার আইসি দিলীপকুমার গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, “মাইক বাজিয়ে প্রচারের ব্যাপারে মহকুমাশাসকের অনুমতি নেওয়া হয়েছে কিনা বা কত টাকার টিকিট ছাপানো হয়েছে, তার কোনও সদুত্তর দিতে পারেনি ওই চ্যানেল সংস্থাটি। তাই প্রায় ১২টি হোর্ডিং খুলে দেওয়া হয়েছে।” |
|
|
|
|
|