ট্রাককে পাশ কাটাতে গিয়ে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তেলের ট্যাঙ্কার উল্টে যায় একটি ট্যাঙ্কার। ট্যাঙ্কারের দুটি মুখ থেকে তীব্র বেগে ডিজেল বার হওয়া শুরু হয়। নিমেষের মধ্যে বালতি, ড্রাম নিয়ে ছুটে আসেন কয়েকশ গ্রামবাসী। সেগুলি ভরে বাড়িতে নিয়ে যেতে শুরু করেন বাসিন্দারা। শুক্রবার ফালাকাটার বালুরঘাট গ্রামের ঘটনা।
জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “তেল লুঠ হওয়ার কোনও অভিযোগ এখনও আসেনি। অভিযোগ পেলে বিষয়টি দেখা হবে।” নিউ জলপাইগুড়ির ডিপো থেকে তেল ভরে ট্যাঙ্কারটি ফালাকাটা হয়ে আলিপুরদুয়ার যাচ্ছিল। দুর্ঘটনায় সামান্য আহত হন ট্যাঙ্কারের চালক। ঘটনায় টানা দেড় ঘণ্টা যান চলাচল থমকে যায় জাতীয় সড়কে। পরে ক্রেন দিয়ে ট্যাঙ্কারটিকে সরানো হয়।
|
উল্টে পড়েছে ট্যাঙ্কার। —নিজস্ব চিত্র। |
খবর পেয়ে পুলিশ পৌঁছলেও পুলিশের সামনেই চলে তেল নিয়ে কাড়াকাড়ি। গ্রামবাসীদের নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয় পুলিশকে। তার মধ্যেও রাস্তায় কাপড়, বস্তা দিয়ে মাটিতে পড়ে থাকা তেল সংগ্রহ করতে থাকেন অনেকে। এলাকায় যেভাবে মাটিতে তেল ছড়াতে থাকে তাতে দুর্ঘটনায় আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। ধূপগুড়ি থেকে দমকলের ইঞ্জিনও ঘটনাস্থলে পৌঁছে যায়। শেষে স্থানীয় একাংশ বাসিন্দা এবং পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বালুরঘাট গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, “আমরা তেল না নিলে মাটিতে পড়ে তেল নষ্ট হত। তার চেয়ে বাড়িতে নিয়ে গেলাম।” জাতীয় সড়কের ধারে মাটি ধসে যাওয়ার কারণে মাঝে মধ্যে গাড়ি উল্টে যাচ্ছে বলে বাসিন্দাদের অভিযোগ। ফালাকাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তরুণ রায় বলেন,“ট্যাঙ্কার উল্টে যাওয়ার ঘটনা শুনেছি। তবে কেউ তেল নিয়ে গিয়েছে কী না বলতে পারব না।” |