রাজ্য গেমস:
স্ট্রেচারও জুটল না রক্তাক্ত জিমন্যাস্টের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জাতীয় গেমসের আদলে রাজ্য গেমসের আয়োজন হলেও ন্যূনতম পরিকাঠামো নেই। শুক্রবার রাজ্য গেমসের দ্বিতীয় দিন ‘বার’ থেকে পড়ে যাওয়া রক্তাক্ত জিমন্যাস্ট দেবাশিস নস্করকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য স্ট্রেচারও জুটল না। জিমন্যাস্ট কর্তারা কোনও ক্রমে একটা কাঠের পাটাতনে শুইয়ে দেবাশিসকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। অ্যাম্বুল্যান্সও ছিল অনেক দূরে। রাজ্য জিমন্যাস্টিক্স যিনি চালান সেই সচিব কমল ভান্ডারি ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টায় মূল প্রশ্ন এড়িয়ে বললেন, “ওকে তো হাসপাতাল নিয়ে যাওয়া হল। এখন ঠিক আছে।” সাই-এর ‘হল অফ ফেমে’ হরাইজেন্টাল বার ইভেন্টে বারের উপর থেকে পড়ে গুরুতর জখম হন ১৯ বছরের দেবাশিস। বিধাননগর হাসপাতাল সূত্রের খবর, প্রতিশ্রুতিমান জিমন্যাস্টের মাথায় ১৫টি সেলাই পড়েছে। কিন্তু ৪১ ইভেন্টের টুর্নামেন্টে ক্রীড়াবিদদের জন্য কেন সামান্য পরিকাঠামো নেই? কমলবাবু এই বিষয়ে কোনও উত্তর দিতে পারেননি। বিওএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় বললেন, “ভুল বোঝাবুঝি হয়েছে। অ্যাম্বুল্যান্স কাছেই ছিল। স্ট্রেচারও ছিল।” জানা গিয়েছে, আইএফএ’র একটা অ্যাম্বুল্যান্স ছিল ঠিকই। তবে সেটা মেয়েদের ফুটবল ম্যাচের জন্য রাখা ছিল। সাই জুড়ে রাজ্য গেমসের অনেকগুলো খেলা হচ্ছে। সেখানে শুধু একটাই অ্যাম্বুল্যান্স কেন?
|
টেবিল টেনিসে বর্ধমান আজ সেমিফাইনালে
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সর্বভারতীয় বিশ্ববিদ্যালয় টেবিল টেনিসের সেমিফাইনালে উঠেছিল বর্ধমানের মেয়েরা। দিল্লিতে তারা এ পর্যন্ত মাত্র একটি ম্যাচে হেরেছে। আজ প্রজাতন্ত্র দিবসের দিন বর্ধমান সেমিফাইনাল খেলবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। এর আগে উত্তরবঙ্গকে ১-৩ ব্যবধানে হারিয়েছে যাদবপুর। বর্ধমান দলের কোচ অতনু বসু বলেন, “আমরা আপাতত ফাইনালে ওঠার কথা ভাবছি। এরপর খেতাব জেতার কথা ভাবব।” বর্ধমানকে লিগ পর্বে হারতে হয়েছে একমাত্র আন্নামালাইয়ের বিরুদ্ধে ২-৩ সেটে। তারা রাজস্থানকে ৩-০, ইলাহবাদকে ৩-০ ব্যবধানে হারায়। কোয়ার্টার ফাইনালে কলকাতাকে ৩-১ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন বর্ধমানের গার্গী নাগেরা।
|
দ্বিতীয় ডিভিশনে ২১ দল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিভিন্ন রাজ্যের ফুটবল সংস্থা মনোনীত ২১টি ক্লাব নিয়ে হচ্ছে দ্বিতীয় ডিভিশন জাতীয় ফুটবল লিগ। সেরা দুই ক্লাব পরের বার খেলবে আই লিগে। মোট ৪৭টি ক্লাবের মনোনয়ন জমা পড়ে। ক্লাবগুলির জমা দেওয়া নথিপত্রের ভিত্তিতে ২১টি ক্লাবকে দ্বিতীয় ডিভিশন লিগ খেলার যোগ্য মনে করে ফেডারেশন এবং তাদের ছাড়পত্র দেওয়া হয়। এই ক্লাবগুলির মধ্যে রয়েছে কলকাতার মহমেডান স্পোর্টিং, কালীঘাট মিলন সঙ্ঘ, জর্জ টেলিগ্রাফ, সাদার্ন ইউনাইটেড ও এরিয়ান।
|
জয়ী কাঁকুড়গাছি
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
হিন্দুস্থান কেব্লস আজাদ হিন্দ ক্লাবের ফুটবলে শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে জিতল কলকাতা কাঁকুড়গাছি যুবসঙ্ঘ। রূপনারায়ণপুর লোয়ারকেশিয়ার মাঠে তারা ৯-১ গোলে দক্ষিণাঞ্চল ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনকে হারিয়ে ফাইনালে ওঠে। এ দিন হ্যাট্রিক করে খেলার সেরা হন বিজয়ী দলের প্রসেনজিৎ দত্ত। রবিবার ফাইনালে এ দিনের বিজয়ী দল মাতৃসঙ্ঘ, ঢাকুরিয়ার সঙ্গে খেলবে।
|
নাটকীয় ম্যাচ, মহানাটকীয় পরিণতি! এক দিকে, বার্সেলোনার বিরুদ্ধে অসমসাহসী যুদ্ধ চালিয়েও ২-৪ হারল মালাগা। বার্সা চলে গেল স্প্যানিশ কাপ সেমিফাইনালে। আর সেখানে মেসিদের জন্য অপেক্ষা করছে বার্সার চিরশত্রু রিয়াল মাদ্রিদ। এই নিয়ে স্প্যানিশ কাপ সেমিফাইনালে সপ্তম বার মুখোমুখি হচ্ছে দুই ক্লাব। অতীত সাক্ষাতের ফল ৩-৩। মাদ্রিদ আগেই ভ্যালেন্সিয়াকে হারিয়ে শেষ চারে উঠে বসেছিল। মালাগার বিরুদ্ধে ফিরতি লেগের ম্যাচে বার্সার হয়ে গোল করেন পেড্রো, পিকে, ইনিয়েস্তা এবং মেসি। সব মিলিয়ে ৬-৪ জিতল বার্সা।
|
ভারতীয় ক্রিকেট দলের মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটন এ বার হলেন রাজস্থান রয়্যালসের চিফ কোচ। ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সাপোর্ট স্টাফের অন্যতম আপটন পরে গ্যারি কার্স্টেনের সঙ্গে চলে যান দক্ষিণ আফ্রিকা। স্মিথদের বিশ্বের এক নম্বর টেস্ট দল গড়ে তুলতে গ্যারি ও প্যাডির অবদান গুরুত্বপূর্ণ। রয়্যালসের অধিনায়ক রাহুল দ্রাবিড় বলেছেন, “প্যাডির সঙ্গে বহুদিন কাটিয়েছি। ওর ক্রিকেট জ্ঞান ও পেশাদারিত্ব কাজে লাগবে আমাদের।” আপটন নিজে বলেছেন, “রাহুলের সঙ্গে ফের কাজ করার সুযোগ পেয়ে আমি খুশি।”
|
ছেলেদের ফুটবল কোচিং দিয়েই হাতেখড়ি হল বিতর্কিত ফুটবলার বন্দনা পালের। লিঙ্গ বদলে যিনি এখন বনি পাল হয়েছেন। শিলিগুড়ি মহকুমা পরিষদ ও কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের উদ্যোগে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হল অনূর্ধ্ব ১৪ ফুটবলার বাছার কাজ। যাদের নিয়ে একটি অ্যাকাডেমি করার ভাবনাচিন্তা চলছে। বাংলার মেয়ে দলকে ভারত সেরা করা বন্দনাকে কোচ করা হয়েছে এই বাছাইয়ের দায়িত্ব। ঠাকুর গড়ে সংসার চালানো বন্দনা বললেন, “মনে হচ্ছে নতুন জীবন পেলাম।” |