জামিনে মুক্ত স্বামীর হাতেই স্ত্রীকে সমর্পণ
নিজস্ব সংবাদদাতা |
বিচারপতি কানোয়ালজিৎ সিংহ অহলুওয়ালিয়ার এজলাস তখন ভিড়ে ঠাসা। সামনে ভিড় পুলিশ আর আইনজীবীর। বিচারপতির সামনে তরুণী ভারতী চৌধুরীর মুখ তখন ভয়ে ফ্যাকাশে। ওই তরুণীর কাছে বিচারপতি জানতে চাইলেন, তুমি কোথায় থাকতে চাও? তরুণীর স্পষ্ট জবাব, “স্বামী সন্তোষ চৌধুরীর কাছে। সেখানেই ভাল থাকব, সুখে থাকব। দয়া করে আমাকে স্বামীর সঙ্গে থাকতে দিন।” বিচারপতি সঙ্গে সঙ্গেই পুলিশের কাছে মেয়েটির বয়স পরীক্ষা (অসিফিকেশন)-র রিপোর্ট দেখতে চাইলেন। পুলিশের রিপোর্টে বলা হয়েছে, মেয়েটির বয়স ১৬ থেকে ১৮-র মধ্যে। বিচারপতি ওই রিপোর্ট দেখেই পুলিশকে নির্দেশ দিলেন, এই মেয়েকে এক মিনিটও আর অন্য কোথাও রাখা যাবে না। স্বামীর বাড়িতেই পৌঁছে দিতে হবে। সন্তোষ আদালতেই আছেন শুনে বিচারপতি তাঁকে ডাকেন। সন্তোষ এগিয়ে এলে বিচারপতি বলেন, আপনার স্ত্রীকে সঙ্গে নিয়ে যান। তার পরেই ভারতীর হাত ধরে বেরিয়ে যান সন্তোষ। পিনাকীবাবু জানান, ২০১২ সালের ৯ অক্টোবর ভারতী ও সন্তোষ কালীঘাটে গিয়ে বিয়ে করেন। ভারতীর বাবা মেয়েকে অপহরণ করা হয়েছে বলে থানায় নালিশ করেন। বলা হয়, মেয়ের বয়স ১৫। পুলিশ সন্তোষকে গ্রেফতার করে। ভারতীকে পাঠানো হয় হোমে। সন্তোষ জামিনে মুক্ত হয়ে স্ত্রীকে ফেরত চেয়ে মামলা করেন। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে স্ত্রীকে ফিরে পেলেন সন্তোষ।
|
রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় অসুস্থ। তাঁর ফুসফুসে সংক্রমণ হয়েছে। বৃহস্পতিবার তাঁকে কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পরে পঞ্চায়েতমন্ত্রীর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলে শুক্রবার জানিয়েছেন চিকিৎসকেরা।
|
ডোভার প্লেসের একটি ফাঁকা বাড়ি থেকে নগদ ৪৫ হাজার টাকা-সহ কয়েক লক্ষ টাকার জিনিস নিয়ে পালাল চোরেরা। গড়িয়াহাট থানায় চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, বাড়ির পিছনের দিকে একটি অংশ দিয়ে দুষ্কৃতীরা ভিতরে ঢুকেছিল। |