ইম্ফল-মান্দালয় বাস মার্চে
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। ইম্ফল-মান্দালয় বাস পরিষেবা চালু হতে পারে মার্চ থেকে। এখন অবধি পরিকল্পনা, সপ্তাহে এক দিন চলবে বাস। রাজ্য পরিবহন দফতর সূত্রে খবর, আন্তঃ-সীমান্ত বাস পরিষেবা চালুর পরিকাঠামো তৈরির কাজ প্রায় শেষ। মোরেতে তৈরি হয়েছে অভিবাসন দফতর। মোরে সংলগ্ন এলাকায় বাস টার্মিনাল গড়ছে মণিপুর বিকাশ নিগম। নতুন এই বাস পরিষেবার হাত ধরেই রাজ্য সরকার মোরেতে বাণিজ্য বিস্তারের আশাও দেখছে। এই সীমান্ত শহরে, পথের পাশে তৈরি হচ্ছে বহুতল বাণিজ্য বিপণি। চেক পোস্ট নির্মাণও চলছে। পাশাপাশি, চান্ডেলের নিউ সোমতাল ও চূড়চাঁদপুরের বেহিয়াং-এ সীমান্ত হাট খোলার ব্যাপারে ভারত-মায়ানমার, দুই দেশের সরকারের মধ্যে চুক্তি হয়েছে। এ নিয়ে কোনও সরকারি নির্দেশনামা অবশ্য এখনও জারি হয়নি। দুই দেশের বাণিজ্য সামগ্রীর তালিকায় সেগুন কাঠের নাম ঢোকানোর ব্যাপারে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কাকচিং-এর কাছে, কুরাওপোকপি এলাকায় ‘টিম্বার পার্ক’ গড়ার ব্যাপারেও কথা চলছে।
|
কলকাতায় বৃদ্ধির পথে বিমান-ভাড়া
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতা বিমানবন্দরের ঝকঝকে নতুন টার্মিনাল থেকে উড়ান ধরতে এ বার বাড়তি খরচ করতে হবে যাত্রীদের। শুক্রবার বিমানবন্দরের তরফে এ কথা জানানো হয়েছে। বিমানবন্দর সূত্রে খবর, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ানের ইউডিএফ (ইউজার ডেভেলপমেন্ট ফি) বা পরিষেবা-মূল্য বাড়িয়ে দেওয়ার কারণেই বাড়বে বিমান ভাড়া। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকেই টিকিটের ওই বর্ধিত দাম কার্যকর হবে। অভ্যন্তরীণ উড়ানের ক্ষেত্রে এই পরিষেবা মূল্য ধরা হয়েছে ৪০০ টাকা এবং আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে দিতে হবে বাড়তি ১০০০ টাকা। আগামী দু’ বছরে এই পরিষেবা মূল্য ফের বাড়ানো হবে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। গত রবিবার কলকাতা বিমানবন্দরের এই নতুন টার্মিনালটির উদ্বোধন করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
|
মুনাফা দ্বিগুণ করল মারুতি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
গত অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে নিট মুনাফা দ্বিগুণ হল মারুতির। ২০১১-র ওই সময়ের ২০৫ কোটি টাকা থেকে তা বেড়ে হয়েছে ৫০১.২৯ কোটি টাকা। বিক্রিও ৪৬% বেড়ে ছুঁয়েছে ১০,৯৫৬.৯৫ কোটি। মূলত ডিজেল গাড়ির চাহিদা বৃদ্ধি এবং আর্টিগা ও সুইফট ডিজায়ারের বিক্রি বাড়াই এর কারণ বলে দাবি সংস্থার। এর জেরে শুক্রবার মারুতি শেয়ার দর বাড়ে প্রায় ৪%। দেড় বছর জুড়ে শ্রমিক সমস্যা, ধর্মঘট বা চাহিদা কমায় জেরবার সংস্থা। তাই এই পরিসংখ্যানে কিছুটা আশার আলো দেখছে তারা।
|
শহরে দারিদ্রের মাপকাঠি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
শহরে যে-সব বাড়িতে গাড়ি, এয়ার কন্ডিশনার বা ইন্টারনেট সংযোগ-সহ কম্পিউটার /ল্যাপটপ আছে, তারা সরাসরি বাদ পড়বে দারিদ্রের হিসাব থেকে। অর্থনীতিবিদ এস আর হাশিমের নেতৃত্বে গড়া যোজনা কমিশনের বিশেষজ্ঞ গোষ্ঠী এই সুপারিশ জানিয়েছে। অন্য দিকে, সরাসরি দারিদ্রসীমার আওতায় আসবে, গৃহহীন পরিবার, যারা সামাজিক ও পেশাগত দিক থেকে বঞ্চিত, পলিথিনের ছাউনি, খড় বা মাটির তৈরি একটি ঘরে বসবাসকারীরা।
|
টেলিনরের আর্জি
সংবাদসংস্থা • দাভোস |
ভারতে মার্চে আসন্ন স্পেকট্রাম নিলামে মুম্বই অঞ্চলের জন্য ন্যূনতম লাইসেন্স ফি ৫০% কমানোর পক্ষে সওয়াল করল নরওয়ের পরিষেবা সংস্থা টেলিনর। গত নভেম্বরের নিলামের থেকে দর ৩০% কমানোর কথা আগেই জানিয়েছে কেন্দ্র। কিন্তু নতুন দরও চড়া বলে মত সংস্থার। নভেম্বরের নিলামে সংস্থা ৬টি বড় শহরে স্পেকট্রাম জিতলেও, এখনও মুম্বই, কলকাতা ও পশ্চিমবঙ্গে পারেনি।
|
ঝুঁকিতে তৃতীয় এয়ার ইন্ডিয়া |
নিরাপত্তাহীনতার দিক থেকে বিশ্বের বিমানসংস্থাগুলির মধ্যে তৃতীয় স্থান এয়ার ইন্ডিয়ার। জানাল জার্মানির ‘জেট এয়ারলাইনার ক্র্যাশ ডাটা সেন্টার’। গত ৩০ বছরে বিমান ধ্বংস ও অন্যান্য ভয়ঙ্কর দুর্ঘটনার তথ্যের উপরে ভিত্তি করে বিমানসংস্থার নিরাপত্তা নিয়ে তালিকা তৈরি করে তারা। সবচেয়ে বিপজ্জনক বিমানসংস্থার তালিকায় এয়ার ইন্ডিয়ার উপরে রয়েছে চায়না এয়ারলাইন্স ও ট্যাম এয়ারলাইন্স। নিরাপদ বিমানসংস্থার তালিকায় রয়েছে ফিনএয়ার, এয়ার নিউজিল্যান্ড, ক্যাথে প্যাসিফিক ও এমিরেটস। ‘জেট এয়ারলাইনার ক্র্যাশ ডাটা সেন্টারের’ হিসেব অনুযায়ী, ২০১২ সালে বাণিজ্যিক বিমানসংস্থার উড়ানে মোট ৪৯৬ জনের মৃত্যু হয়েছে। |