বেলা ২টো নাগাদ পিলখানা রোড এলাকায় ট্যাংরার ঝুপড়িতে আগুন লাগে। ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকার শতাধিক ঝুপড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় খালি করা হয়েছে পার্শ্ববর্তী চামড়া কারখানা সংলগ্ন এলাকাও। সাময়িকভাবে বন্ধ করা হয়েছে শিয়ালদহ-বজবজ শাখার ট্রেন চলাচল। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। আপাতত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলে দমকল কর্তৃপক্ষ সূত্রের খবর। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায় নি।
|
খেলাকে কেন্দ্র করে বচসা, খুন সাত বছরের শিশু |
ভলিবল খেলাকে কেন্দ্র করে খুন আর তা থেকেই ব্যাপক উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। গতকাল বিকেলে ভলিবল খেলাকে ঘিরে বচসা বাধে দু’জনের মধ্যে। পরে তা পারিবারিক বিবাদের চেহারা নেয়। এই বচসার জেরে রাহুল গিরি নামের এক সাত বছরের শিশুকে গুলি করে মহম্মদ আরমান নামে এক যুবক। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই শিশুর। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। অভিযুক্ত মহম্মদ আরমানকে এখনও গ্রেফতার করা যায়নি। তবে ওই যুবকের কাছে আগ্নেয়াস্ত্র এলো কিভাবে তা তদন্ত করে দেখছে পুলিশ।
|
ই-মেলে খুনের হুমকি, বেহালা থেকে গ্রেফতার অভিযুক্ত |
হরিয়ানার এক হোটেল ব্যবসায়ীকে খুনের হুমকি দিয়ে ই-মেল পাঠানোর অভিযোগে কলকাতার বেহালা থেকে গ্রেফতার হলেন এক ব্যাক্তি। ই-মেলে ওই ব্যবসায়ীর হোটেলটি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হরিয়ানা পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, ওই ই-মেলটি পাঠানো হয়েছে কলকাতার বেহালা এলাকার একটি সাইবার ক্যাফে থেকে। ওই সাইবার ক্যাফের রেজিস্টার খতিয়ে দেখে বেহালা থেকে নীলাঞ্জন ভট্টাচার্য নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে এনআইএ এবং হরিয়ানা পুলিশের যৌথ বাহিনী। কেন এই হুমকির মেল পাঠান নীলাঞ্জন ভট্টাচার্য তা তদন্ত করে দেখা হচ্ছে। |