হালিশহরে দুষ্কৃতীদের গুলিতে খুন ব্যবসায়ী |
উত্তর ২৪ পরগনার হালিশহরে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রামজি কাহার নামে জমি-বাড়ির ওই ব্যবসায়ী ব্যাঙ্ক থেকে টাকা তুলে বেরোচ্ছিলেন। তখন ৪-৫ জন দুষ্কৃতী তাঁকে ঘিরে ফেলে পর পর গুলি চালায়। মৃত্যু নিশ্চিত করতে তাঁকে লক্ষ্য করে বোমাও ছোঁড়ে দুষ্কৃতীরা। তার পর নিথর শরীরে বার বার লাঠি দিয়ে আঘাত করে ওখান থেকে পালিয়ে যায়। স্বভাবতই প্রকাশ্য দিবালোকে জনবহুল রাস্তায় এই ধরনের ঘটনায় যথেষ্ট শঙ্কিত এলাকার মানুষ। ঘটনার পরই এলাকার সমস্ত দোকানপাট বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা।
|
প্রয়াত কমল বসুকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী |
প্রয়াত প্রাক্তন মেয়র তথা সাংসদ কমল বসুকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গত কাল দুপুরে তাঁর মৃত্যুর পর আজ সকালে উত্তর কলকাতার বাসভবনে দেহ নিয়ে আসা হলে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন সুধাংশু শীল, বুদ্ধদেব ভট্টাচার্য-সহ সিপিএমের বহু শীর্ষ নেতা। এর পর তাঁর দেহ নিয়ে যাওয়া হবে সুতানূটি পরিষদে। এই সংগঠনের সঙ্গে তিনি বহুদিন জড়িত ছিলেন। চিকিত্সায় গবেষণার কাজে নীলরতন সরকার হাসপাতালে তাঁর দেহ দান করা হয়েছে।
|