আজকের শিরোনাম
লকআপে পুলিশের মারে মৃত্যু তৃণমূল কর্মীর, উত্তপ্ত ধনেখালি
ধনেখালিতে লকআপে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। মৃতের নাম কাজি নাসিরুদ্দিন। বাড়ি জয়রামবাটীতে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সম্প্রতি একটি গাড়ি কিনেছিলেন তিনি। গতকাল রাতে সেই গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে এক পুলিশকর্মী তাঁর কাছে গাড়ির কাগজপত্র দেখতে চান। নাসিরুদ্দিন ওই পুলিশকর্মীকে সমস্ত বিষয়টি বলা সত্ত্বেও তিনি তা কর্ণপাত করেননি। তখনই শুরু হয় বচসা এবং সেটা হাতাহাতি পর্যন্ত গড়ায়। পুলিশের গায়ে হাত তোলার অভিযোগে নাসিরুদ্দিনকে থানায় ধরে নিয়ে যাওয়া হয় তখনই। পরিবারের অভিযোগ, বেশ কিছু ক্ষণ পর থানা থেকে খবর আসে নাসিরুদ্দিন অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুর পরই পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ করা হয়েছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে ধনেখালি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কর্মীরা পুলিশ থানা ঘেরাও করে অভিযুক্তের শাস্তির দাবি জানাতে থাকেন। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়েন, ভাঙচুরও চালায় থানায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। অন্য দিকে, পুলিশের দাবি, লকআপে নাসিরুদ্দিনকে পেটানো হয়নি। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন।

তিস্তায় যাত্রীবোঝাই গাড়ি, নিখোঁজ ১২
কালিম্পঙে তিস্তা বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা নদীতে পড়ে যায় একটি যাত্রীবোঝাই গাড়ি। ঘটনাটি ঘটেছে গতকাল রাত প্রায় ১০টা নাগাদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটিতে মোট ১৭ জন যাত্রী ছিলেন। তাঁরা মেলা দেখে ফিরছিলেন। নদীতে পড়ে যাওয়ার পরই গাড়ি সমেত যাত্রীরা তলিয়ে যান। স্থানীয় বাসিন্দারা উদ্ধাররের জন্য ছুটে আসেন। পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয় রিভার র‌্যাফটিং-এর সদস্যরা। সারা রাত ধরে তল্লাশি চালানো হয়। প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির কারণে উদ্ধারকাজে অসুবিধা হচ্ছে বলে জানান বাসিন্দারা। আজ সকাল পর্যন্ত ৫ জনের দেহ উদ্ধার হয়েছে বলে প্রশাসনসূত্রে খবর। নিখোঁজ এখনও ১২ জন। তাঁদের খোঁজ চলছে।

ফের ট্রেন অবরোধ শিয়ালদহ দক্ষিণ শাখায়
ফের ট্রেন চলাচল ব্যাহত শিয়ালদহ দক্ষিণ শাখায়। আজ সকালে লক্ষ্মীকান্তপুর শাখায় ওভারহেড তারে কলাপাতা ফেলায় বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে বন্ধ হয়ে আপ লাইনের ট্রেন চলাচল। অন্য দিকে, নিশ্চিন্তপুর ও উদয়রামপুরে স্থানীয় বাসিন্দারা অবরোধ করায় চরম বিপাকে নিত্য যাত্রীরা। ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছেছেন ইঞ্জিনিয়াররা। দু’দিন আগেও ওই শাখায় একই ঘটনা ঘটে। একই শাখায় এই ধরনের ঘটনা বার বার ঘটছে কেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.