আপনার আজকের দিনটি |
|
 |
মেষ: অধ্যবসায় ও কর্মপ্রতিভা সত্ত্বেও স্বীকৃতি ফের অধরা। যুক্তিপূর্ণ আলোচনায় শত্রুর সঙ্গে সম্মানজনক আপসরফার সম্ভাবনা। সাংস্কৃতিক কাজকর্মের স্বীকৃতি। |
|
 |
 |
বৃষ: বহুমুখী প্রতিভার বিলম্বিত স্বীকৃতির যোগ। নিজস্ব কৌশলে কর্মক্ষেত্রে সমস্যা মিটিয়ে বাহবা পেতে পারেন। মূত্রাশয়ের জটিলতায় দুর্ভোগ। |
|
 |
 |
মিথুন: ছিদ্রান্বেষীদের বাধায় কর্মক্ষেত্রে বহু শ্রমের স্বীকৃতি ফের বিলম্বিত হওয়ার আশঙ্কা। সন্তানকে ঘিরে দাম্পত্য বিরোধ। কল্যাণকাজে দানধ্যান নিয়ে বিড়ম্বনার আশঙ্কা। |
|
 |
 |
কর্কট: অস্থিরতার জন্য কর্মপরিকল্পনায় বাধা ও বিলম্ব। সম্পত্তি ক্রয়বিক্রয়ের পূর্বে আইনি পরামর্শ প্রয়োজন। বেদ-পুরাণের চর্চায় ব্যুৎপত্তি। |
|
 |
 |
সিংহ: কর্মক্ষেত্রে সমস্যা মিটিয়ে প্রশংসা পেতে পারেন। স্বজনের পাশে দাঁড়াতে পেরে মানসিক শান্তি। আধ্যাত্মিক উন্নতির জন্য তীর্থভ্রমণের পরিকল্পনা। |
|
 |
 |
কন্যা: উপস্থিতবুদ্ধি ও সময়োচিত সাহসে বিপদ থেকে উদ্ধার। খেলাধুলায় কৃতিত্বের বিশেষ স্বীকৃতি ও সম্মান। কর্মক্ষেত্রে বদলি ও দায়িত্ব বৃদ্ধি। |
|
 |
 |
তুলা: বদলি ও বাড়তি দায়িত্বের খবর মিলতে পারে। কর্মব্যস্ততায় পারিবারিক দায়িত্ব পালনে ঘাটতি। সংক্রমণে সর্দিকাশি ও জ্বরজ্বালা। |
|
 |
 |
বৃশ্চিক: বাক্যালাপে সংযমের অভাবে স্বজনবান্ধবের বিরাগভাজন হতে পারেন। ব্যবসায় নিম্নগতি সত্ত্বেও আপাতত বিনিয়োগ না-করাই সমীচীন। জলপথে ভ্রমণ এড়ানোই ভাল। |
|
 |
 |
ধনু: কর্মক্ষেত্রে বদলির চেষ্টা ফলবতী হতে পারে। বিষয়সম্পত্তি নিয়ে জ্ঞাতিদের সঙ্গে বিরোধ। রক্তচাপের হেরফেরে নানান শারীরিক সমস্যা। |
|
 |
 |
মকর: ব্যবসা ও শেয়ার বাজারে ক্ষতির আশঙ্কা। হারানো দ্রব্যার্থ পুনরুদ্ধারের সম্ভাবনা। সাংস্কৃতিক চর্চায় বিলম্বিত স্বীকৃতির শুভ যোগ। |
|
 |
 |
কুম্ভ: কর্মকুশলতায় কর্মস্থলের গোলমেলে পরিস্থিতির সামাল দিতে পারবেন। দৈহিক আরোগ্য ও নিরাপত্তা বিষয়ে সতর্ক হবেন। প্রিয়জনের বিবাহের যোগাযোগ। |
|
 |
 |
মীন: কোনও আত্মীয় বা বন্ধুর প্রভাবে পরিবারে অশান্তির আশঙ্কা। কর্মক্ষেত্রে উন্নতির শুভ সঙ্কেত। লটারি বা ফাটকায় প্রাপ্তিযোগ। |
|
|