আজকের শিরোনাম
গ্রেফতার আরাবুল ইসলাম
আজ বানতলা এলাকা থেকে গ্রেফতার করা হল তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে। রেজ্জাক মোল্লার ওপর হামলার ঘটনা ছাড়াও বামনঘাটায় সিপিএম কর্মীদের ওপর গুলি ছোঁড়ার ঘটনায় তাঁকে ৪টি জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করে জেলা পুলিশ। ভাঙড় কাণ্ড ছাড়াও আরাবুলের বিরুদ্ধে আরও ৮টি মামলা চলছিল। আরাবুলকে আজ বারুইপুর আদালতে তোলা হয়। তবে আদালত চত্বরে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে স্থানীয় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩০৭ ধারায় খুনের চেষ্টার অভিযোগের পাশাপাশি অস্ত্র ও বিস্ফোরক আইনের অভিযোগে আরাবুলকে ২১ তারিখ অবধি জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে বিচারবিভাগীয় আদালত।

ফের বাড়ছে জ্বালানির দাম
ফের বাড়তে চলেছে কেরোসিন, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করবে তেল সংস্থাগুলি। সূত্রের খবর ডিজেল লিটার প্রতি ৪ টাকা ও কেরোসিন লিটার প্রতি ৩৫ পয়সা দাম বাড়ার সম্ভাবনা। তবে মধ্যবিত্তদের কথা ‘মাথায় রেখে’ বছরে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা ৬ থেকে ৯ করার সিদ্ধাম্ত নিয়েছে কেন্দ্র। ২০১৩ থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হবে। তবে খুব শীঘ্রই রান্নার গ্যাসের দামও বাড়তে চলেছে বলে খবর।

সোনার দোকানে ডাকাতি
নদিয়ার কল্যাণীতে একটি সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটে গতকাল রাত ৩টে নাগাদ। দোকানের বাইরে ৪ জন নিরাপত্তারক্ষীকে বেঁধে রেখে কয়েক লক্ষ টাকার সোনার গয়না লুঠ করে পালায় সশস্ত্র ডাকাতদল। এই ঘটনার পর পুলিশে খবর দেওয়া হলেও পুলিশ যথাযথ ব্যবস্থা না নেওয়ায় বিক্ষোভ দেখাতে থাকে এলাকার স্থানীয় বাসিন্দারা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সকালে ২ নম্বর বাজারের কাছে কয়েক ঘন্টা পথ অবরোধ করে এলাকার লোকজন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ড্রিমলাইনার বন্ধ করল এয়ার ইন্ডিয়া
আজ ভারতে সবকটি ড্রিমলাইনার বোয়িং বিমানের উড়ান বন্ধ করল এয়ার ইন্ডিয়া। নিরাপত্তার কারণেই এই উড়ান বাতিল করা হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। দিল্লি-কলকাতা, দিল্লি-মুম্বই, দিল্লি-চেন্নাই-সহ ৬টি উড়ান বন্ধ করা হয়েছে। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এই উড়ান বন্ধ করার নির্দেশ দিয়েছে ডিজিসিএ। গতকালও যান্ত্রিক ত্রুটি সন্দেহে ২৪টি ড্রিমলাইনার উড়ান বাতিল করেছিল জাপান। এরপরে পরীক্ষানিরীক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রেও ড্রিমলাইনার বন্ধ করার সিদ্ধান্ত নেয় এফএএ। সবকটি বিমান পরীক্ষা করার পরেই এই উড়ানের অনুমতি মিলবে বলে জানা গিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.