টুকরো খবর
পুলিশের অভিযান
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের নির্দেশে বিভিন্ন মামলায় অভিযুক্তদের গ্রেফতার, বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে নামল উত্তর দিনাজপুর জেলা পুলিশ। মঙ্গলবার থেকে পুলিশ শহরের বিভিন্ন এলাকায় বাইক ও গাড়ি থামিয়ে সন্দেহভাজনদের তল্লাশি শুরু করেছে। গত শুক্রবার রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতের নরম এলাকার বাসিন্দা মুকুন্দ দাস ও ক্ষীরোদ দাস নামে দুই তৃণমূল নেতাকে দুষ্কৃতীরা কুপিয়ে, গুলি করে খুন করে। পরের দিন মন্ত্রী গৌতমবাবু নিহতদের বাড়িতে যাওয়ার পাশাপাশি পুলিশকে অভিযানে নামার নির্দেশ দেন। এ ছাড়া এদিন দুই তৃণমূল নেতা খুনের ঘটনায় জড়িত সন্দেহে নরম এলাকা থেকে হতদের প্রতিবেশি সোনার দোকানের ব্যবসায়ী নরেশ রবিদাস নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জমি নিয়ে বিবাদের জেরে ওই খুনের ঘটনায় ধৃত যুবক চার অভিযুক্তকে সহযোগিতা করেছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশের দাবি। রায়গঞ্জ থানার আইসি দীনেশ প্রামাণিক বলেছেন, “সরকারি নির্দেশ অনুযায়ী বিভিন্ন মামলায় অভিযুক্তদের গ্রেফতার করে আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।”

ফের ভোটের উদ্যোগ নিচ্ছে রায়গঞ্জ কলেজ
এক বছর আগে ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিক্ষোভেই রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে অধ্যক্ষ নিগ্রহের ঘটনা ঘটে। সেই অভিযুক্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়নি এখনও। ওই ঘটনার জেরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে এক বছর ধরে স্থগিতাদেশ জারি রয়েছে কলেজের ছাত্র সংসদ নির্বাচনের উপরেও। ছাত্র সংসদের অনুমতি দেওয়া যায় কি না তা দেখতে উদ্যোগ শুরু হল। গত তিন মাস ধরে কলেজ কর্তৃপক্ষের তরফে বার বার সমস্যার কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েও ছাত্র সংসদ নির্বাচনের অনুমতি দেওয়ার আর্জি জানানো হচ্ছে। অবশেষে সেই আর্জি মেনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজের বর্তমান পরিবেশ খতিয়ে দেখে ছাত্র সংসদ নির্বাচনের অনুমতি দেওয়া যায় কি না সেই বিষয়ে খোঁজ নিতে শুরু করেছেন। কলেজ সূত্রের খবর, আজ বুধবার কলেজের উপদেষ্টা কমিটির বৈঠক হওয়ার কথা। এর পরই কলেজ নির্বাচন হবে কি না তা জানা যাবে।

ধৃত ধর্ষণে অভিযুক্ত
তমলুকের যুবতী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করে মঙ্গলবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবতীর মোবাইলের কল রেকর্ড ঘেঁটে যুবকের সন্ধান পাওয়া যায়। তার ভিত্তিতেই ওই যুবকে আটক করে জেরা করে চাকুলিয়া থানার পুলিশ। তার পরে তাকে গ্রেফতার করে। ধৃতের নাম রাজা পাশওয়ান। বাড়ি ডালখোলায়।

চাষিদের বিক্ষোভ
বিএসএফের প্রশিক্ষণ কেন্দ্র গড়তে সরকারি ভাবে জমি অধিগ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে কমিটি গড়ে প্রতিবাদ বিক্ষোভে নামলেন বোল্লা এলাকার চাষিরা। মঙ্গলবার।

দুর্ঘটনায় মৃত দুই
ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার করণদিঘির ঝাড়বাড়িতে। মৃতদের নাম মহম্মদ আলাউদ্দিন (৫০) এবং আবদুল আজিজ (২৫)।

গণপ্রহারে মৃত্যু
সাইকেল চুরির অভিযোগে গণপ্রহারে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার রাতে দাড়িভিট এলাকায়। মৃতের নাম সাব্বির আলম (৪৫)। বাড়ি পশ্চিম ধনতলায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.