টুকরো খবর
সুনন্দ-হত্যায় অভিযুক্ত সুস্থ
সুনন্দ সেন হত্যায় অভিযুক্ত এরিকা মেনেনডেজ মানসিক ভাবে সম্পূর্ণ সুস্থ। তাই আদালতে তার শুনানি চলতেই পারে, জানিয়েছেন এক মার্কিন গ্র্যান্ড জুরি। গত ২৭ ডিসেম্বর কুইন্সের এক সাবওয়ে স্টেশনে হঠাৎই পিছন থেকে ধাক্কা মেরে সুনন্দ সেনকে চলন্ত ট্রেনের সামনে ফেলে দেন এরিকা। ধরা পড়ার পর আদালতে হো হো করে হেসে ওই তরুণী বলেছিলেন, ২৬/১১-র পর থেকেই হিন্দু-মুসলিমদের ঘৃণা করেন তিনি। সেই রাগ থেকেই এই কাণ্ড। এর পরই এরিকার মানসিক স্বাস্থ্য ঠিক আছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। মঙ্গলবার এ নিয়ে সবুজ সঙ্কেত দিয়ে জুরি জানান, এরিকার মধ্যে অস্বাভাবিকতা নেই।

বন্দুক আইন বদল
আমেরিকার মধ্যে নিউ ইয়র্কই প্রথম কড়া অস্ত্র আইন চালু করার পথে এগোল। হিংসা রুখতে অস্ত্রের উপর নিয়ন্ত্রণ জারি করার পক্ষে ভোট দিয়েছেন সেনেটের বেশির ভাগ সদস্যই। নয়া প্রস্তাব মোতাবেক আগ্নেয়াস্ত্র সহজে কেনা যাবে না। কানেক্টিকাটের স্কুলে বন্দুকবাজের হামলার পর দেশকে বাঁচাতে এই পদক্ষেপ জরুরি ছিল, জানিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর।

পরমাণু চুল্লি
হরিপুরে বাতিল হলেও রূপপুরে হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার হরিপুরে পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরির প্রস্তাব ফিরিয়ে দিলেও পাবনার রূপপুরে দুটি চুল্লিতে হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মঙ্গলবার চুক্তি করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চুল্লি তৈরিতে কারিগরি সহযোগিতা ছাড়া ঋণও দিচ্ছে রাশিয়া।

সবুজ সঙ্কেত
দুর্নীতি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিচার শুরুর সবুজ সঙ্কেত দিল আদালত। দাতব্য সংস্থা-সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তাঁর বিরুদ্ধে। তাঁর সংস্থার প্রাক্তন সহযোগীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও ঘোষণা করেছে আদালত।

বহাল রইল
চিন সরকারের এক সন্তান নীতি নিয়ে বিতর্ক অব্যাহত। একটির বেশি সন্তানের জন্ম না দেওয়ার কঠোর নিয়ম শিথিল হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল নতুন সরকার ক্ষমতায় আসার পর। কিন্তু সেই আশাকে নস্যাৎ করে দিয়েছে তারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.