টুকরো খবর
লরির ধাক্কায় মৃত্যু, অবরোধ
দুর্ঘটনায় মহিলার মৃত্যুতে মঙ্গলবার কুলটির রাধানগর এলাকায় অশান্তি ছড়ায়। পুলিশ জানিয়েছে, লরির ধাক্কায় মৃতার নাম সাবিত্রী মুর্মু (৩৫)। ক্ষুব্ধ জনতা লরিটিতে ভাঙচুর করে ও ক্ষতিপূরণের দাবিতে প্রায় দেড় ঘণ্টা রাস্তা অবরোধ করেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সকালে সাবিত্রীদেবী আত্মীয়ের সঙ্গে মোটরবাইকে চেপে রাধানগর রোড ধরে বাড়ি যাচ্ছিলেন। মোটরবাইকের ঝাঁকুনিতে তিনি রাস্তায় পড়ে যান। পিছন দিক থেকে আসা একটি লরির তলায় পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এর পরেই লরিটিতে ভাঙচুর হয়। চালক ও খালাসি পালান। মৃতার পরিবারকে ক্ষতিপূরণ ও এই রাস্তায় লরি চলাচল বন্ধের দাবিতে দেহ রেখে অবরোধ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা পরে পুলিশ গিয়ে ব্যবস্থার আশ্বাস দিলে অবরোধ ওঠে। সোমবার রাতে কুলটির ডুবুরডিহি চেকপোস্টের কাছে জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হয় এক পুলিশকর্মীর। মৃতের নাম আপ্পু হোড়া (৩৫)।

জাল নোট-সহ গ্রেফতার ছয়

জাল নোট-সহ ছ’জনকে গ্রেফতার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ধৃতেরা সকলেই আসানসোল উত্তর থানার ওকে রোডের বাসিন্দা। পুলিশ জানায়, সোমবার রাতে আসানসোল স্টেশন চত্বর থেকে তাদের ধরা হয়। পুলিশের দাবি, এরা বেশ কিছু এদেশি জাল নোটের নমুনা নিয়ে এসে খদ্দের ঠিক করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এদের গ্রেফতার করে।

দুর্ঘটনায় মৃত্যু দুই বন্ধুর
পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। তাঁদের আরেক সঙ্গীকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ৬০ নম্বর জাতীয় সড়কের কুনস্তড়িয়া মোড়ে দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম তপন মাজি (২১) ও রাজা মুর্মু (২৩)। তাঁরা স্থানীয় জোড়জানকীর বাসিন্দা। পুলিশ জানিয়েছে, সোমবার তাঁরা তিন বন্ধু একটি মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। পথে কুনস্তড়িয়ায় কোনও ভারি যান তাঁদের ধাক্কা মেরে চম্পট দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তপন মাজির। রাজা মুর্মুকে প্রথমে আসানসোল হাসপাতাল, পরে বর্ধমান মেডিক্যালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

বর্জ্য জলে নষ্ট ধান
স্পঞ্জ আয়রন কারখানার বর্জ্য জলে সংলগ্ন এলাকার মাঠের ধান নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ জানালেন বাসিন্দারা। মঙ্গলবার ক্ষতিপূরণের চেয়ে ওই কারখানায় বিক্ষোভও দেখান স্থানীয় কৃষকরা। কারখানা কর্তৃপক্ষ জানান, আলোচনার মাধ্যমে বিষয়টি নিস্পত্তি করা হবে।

ধর্মশিলা মেলা
মকরসংক্রান্তি উপলক্ষে খনি শিল্পাঞ্চলে জমে উঠেছে ধর্মশিলা মেলা। জামুড়িয়ার দরবারডাঙায় এ বার দেড়শো বছর পেরোল এই মেলার। মেলা শেষ হবে বুধবার। এলাকায় জনশ্রুতি রয়েছে, প্রায় হাজার বছর ধরে এখানে একইসঙ্গে বেড়ে উঠছে বুড়ির বট, পাকুড় এবং চারুলতা এই তিনটি গাছ। এছাড়াও জামুড়িয়ার কেন্দা চণ্ডী মন্দিরের শতবর্ষ প্রাচীন মকরমেলাও আয়োজিত হল মঙ্গলবার।

সুকুমার ও হেমাঙ্গ স্মরণ আসানসোলে
সুকুমার রায়ের ১২৫তম জন্মজয়ন্তী ও হেমাঙ্গ বিশ্বাসের জন্মশতবর্ষ পূর্তি উপলক্ষে আসানসোল সাহিত্যপ্রেমী লেখক কবি সমাবেশ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল। মঙ্গলবারের এই অনুষ্ঠানে সুকুমার রায়ের লেখা ‘অবাক জলপান’, তাঁর লেখা ছড়া নিয়ে আলোচনা করা হয়। আলোচিত হয় তাঁর জীবন দর্শনও। এছাড়া ছিল গানের আসরও।

এটিএম ভাঙার চেষ্টা
এটিএম কাউন্টার ভাঙার চেষ্টা হল অন্ডালে। সোমবারের ঘটনা। বাঁকোলার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষ উখড়া ফাঁড়িতে এ নিয়ে অভিযোগ করেন ও নিরাপত্তার দাবি করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.