শস্যের উৎসব... | |
রাত পোহালেই পৌষ সংক্রান্তি। ঘরে ঘরে পিঠে-পুলি বানানোর আয়োজন। স্থানভেদে শস্য বরণের এই উৎসবে দেখা যায় স্থানীয় লোকাচার পালন। বাঁ দিকের ছবিতে আগরতলার উপকণ্ঠে আলপনা দিচ্ছেন এক গৃহবধূ। ডান দিকের ছবিতে করিমগঞ্জে প্রতীকী খড়ের ঘর বানানো হচ্ছে। ছবি দু’টি তুলেছেন উমাশঙ্কর রায়চৌধুরী ও উত্তমকুমার মুহরি। |