ভারতীয় সেনাপ্রধানের সাংবাদিক বৈঠক |
আজ পুঞ্চে ভারত-পাক ব্রিগেডিয়ার পর্যায়ের বৈঠক। দুপুর ১টায় হবে ফ্ল্যাগ মিটিং। বৈঠকে বসার আগে সেনাপ্রধান বিক্রম সিংহ সাংবাদিক বৈঠক করেন। পুঞ্চে নিহত দুই ভারতীয় সেনার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এটি একটি নারকীয় হত্যাকাণ্ড। ক্ষমার অযোগ্য কাজ করেছে পাক সেনারা। ৬ জানুয়ারি ভারতীয় সেনা কোনও অভিযান চালায়নি। পা দেয়নি কোনও প্ররোচনাতেও। পাক সেনাদের এই হামলা পূর্ব-পরিকল্পিত ছিল সেনাপ্রধানের অভিযোগ। তিনি আরও জানান, হামলার আগে ওই এলাকায় রেকি করেছিল পাক সেনারা। ষড়যন্ত্র করেই ওই ২ ভারতীয় সেনাকে হত্যা করেছে তারা। অথচ এই হামলা আড়াল করার চেষ্টায় ভারতের বিরুদ্ধে অভিযোগ এনেছে পাকিস্তান। আর এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে বৈঠকে জানিয়েছেন বিক্রম সিংহ।
|
সাগরে ও কুম্ভে পুণ্যস্নানে মানুষের ঢল |
আজ মকর সংক্রান্তি। পুণ্যস্নানের জন্য গঙ্গাসাগরে হাজির হাজার-হাজার পুণ্যার্থী। সকাল থেকেই চলছে স্নান ও কপিল মুনির আশ্রমে পুজোর প্রস্তুতি। ভিড় সামাল দিতে ও কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মহাকরণে চালু করা হয়েছে কন্ট্রোল রুম। দায়িত্বে রয়েছেন সচিব পর্যায়ের আধিকারিকরা। এ দিকে, গঙ্গাসাগরের ৮ নম্বর লটের ৪ নম্বর জেটিতে একটি ট্রলার ধাক্কা মারায় ক্ষতিগ্রস্ত হয় সেটি। ফলে বেশ কিছু ক্ষণের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফলে আটকে পড়েন বহু পুণ্যার্থী। তবে এখন অবস্থা স্বাভাবিক বলে প্রশাসন সূত্রে খবর। |
অন্যদিকে, ১২ বছর পর প্রয়াগে ফের শুরু মহাকুম্ভ মেলা। আজ শাহি স্নান। ইতিমধ্যেই ইলাহাবাদের প্রয়াগে পৌঁছেছেন প্রায় ১০ লক্ষ পুণ্যার্থী। প্রশাসন সূত্রে খবর, এ বছর ১০ কোটি ভক্তের সমাগম হতে পারে। মেলা চলবে শিবরাত্রি পর্যন্ত। সেই দিকেই নজর রেখে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। পুণ্যার্থীদের সুবিধার জন্য নানারকম ব্যবস্থাও করা হয়েছে। আজ নাগা সন্ন্যাসীদের স্নানের পর পুণ্যার্থীরা স্নান করেন ত্রিবেণী সঙ্গমে।
|
বজবজে শিক্ষিকার রক্তাক্ত দেহ উদ্ধার |
বজবজের অধর দাস রোডে বাড়ি থেকে উদ্ধার হল এক শিক্ষিকার রক্তাক্ত দেহ। আজ সকাল ৬টা নাগাদ স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছে, ৫৫ বছর বয়সী ওই শিক্ষিকা ঘরের মেঝেতে পড়েছিলেন। মাথার পিছনে কোনও ভারি জিনিস দিয়ে আঘাতের ফলেই মৃত্যু হয়েছে। ঘরের জিনিসপত্র সব লন্ডভন্ড অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। ডাকাতির উদ্দেশ্যেই এই খুন বলে প্রাথমিক অনুমান বজবজ থানার পুলিশের। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
ভাগলপুরে গণধর্ষণের পর খুন |
গণধর্ষণ করে এক মহিলাকে খুনের অভিযোগ উঠল বিহারের ভাগলপুরে। কহলগাঁওয়ে একটি আমবাগানে ওই মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর দেহের পাশে মোবাইল ফোন, ট্রেনের টিকিট পাওয়া গিয়েছে। অনুসন্ধানের পর জানা গিয়েছে, ওই মহিলা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেলেকে নিয়ে ব্রহ্মপুত্র মেলে ওঠেন। যাচ্ছিলেন দিল্লি। কিন্তু কহলগাঁও স্টেশনে এক দল মদ্যপ যুবক তাঁকে জোর করে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর তাঁকে গলা টিপে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কহলগাঁও থানার পুলিশ। |