বিনোদন
টুকরো খবর

শীতের ঝাড়গ্রাম মাতল নাট্যোৎসবে
‘সিংহমুখ’ নাটকের একটি দৃশ্য। রবিবার সন্ধ্যায় দেবরাজ ঘোষের তোলা ছবি।
তিন দিনের ‘অঙ্গন’ নাট্যোৎসব রবিবার শেষ হলে ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা মাঝেরপাড়া দুর্গোৎসব ময়দানে। উদ্যোক্তা ‘প্রয়াস’ সংস্থা। শীতের সন্ধ্যায় রোজই নাটক দেখতে ভিড় করেছিলেন উৎসাহীরা। শুক্রবার নাট্যোৎসবের উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হয় প্রয়াস প্রযোজিত ‘মহাজ্ঞানী’ নাটকটি। শনিবার পরিবেশিত হয় উত্তর ২৪ পরগনার ‘পথসেনা’ প্রযোজিত ‘কিস্সা ধনুয়াকা’ এবং বহরমপুরের ‘ব্রীহি’ প্রযোজিত ‘মনের ব্যাধি’ নাটক দু’টি মঞ্চস্থ হয়। রবিবার সমাপ্তি সন্ধ্যায় কলকাতার ‘আয়না’ সংস্থার প্রযোজনায় ‘সিংহমুখ’ এবং কলকাতার ‘শতাব্দী’ প্রযোজিত ‘ভোমা’ নাটক দু’টি মঞ্চস্থ হয়। উৎসব উপলক্ষে প্রয়াস-এর অঙ্কন বিভাগের ছাত্রছাত্রীদের বার্ষিক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

বৈদ্যুতিক গিটারের ঐকতান নাগাল্যান্ডে
ছবি: উজ্জ্বল দেব
বৈদ্যুতিক গিটারের ঐকতানে শনিবার নজির গড়ল নাগাল্যান্ড। এই নিয়ে চতুর্থবার গিনেস বুকে নাগাল্যান্ডের নাম উঠল। এ দিন ডিমাপুরে ১৬৮ জন গিটার বাদক একত্রে বৈদ্যুতিক গিটার বাজালেন। যার উদ্যোক্তা ছিল মুখ্যমন্ত্রী নেফিয়ু রিওর হাতে গড়া ‘মিউজিক টাস্ক ফোর্স’। সকলে মিলে বাজান, ‘গান্স অ্যান্ড রোজেস’ দলের গান ‘নকিং অন হেভন্স ডোর’। অনুষ্ঠানে হাজির ছিলেন গিনেস বিশ্ব রেকর্ড সংস্থার প্রতিনিধিরা। বাজনা শেষে, গিনেস প্রতিনিধিরা, টাস্ক ফোর্সের হাতে বিশ্ব রেকর্ডের শংসাপত্র তুলে দেন। প্রত্যেক গিটার বাদককে দেওয়া হয় গিনেস টি শার্ট। এর আগে, দেড়শ জন বৈদ্যুতিন গিটার বাদকের সমবেত বাজনা রেকর্ড হিসাবে ধরা হত। গিটার বাদনের আগে, বিশ্বের সবচেয়ে লম্বা ধান, দীর্ঘতম রডোডেনড্রন গাছ ও সব থেকে ঝাল লঙ্কার সৌজন্যে গিনেস বুকে নাগাল্যান্ড জায়গা করে নিয়েছিল।

মজা প্লাস
ছবি: সুব্রতকুমার মণ্ডল
উপলক্ষ ফিল্মি ক্যুইজ ‘ক্যামেলিয়া গ্রুপ আনন্দ প্লাস বায়োস্কোপে বাজিমাত’। তারই ফাঁকে আড্ডায় মেতেছেন কোয়েল মল্লিক, সুজয় ঘোষ, জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, অঞ্জন দত্ত, পাওলি দাম, সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, মুনমুন সেন, মিঠুন চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত ও দেব। রবিবার সন্ধ্যায়, রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবে।


ফ্ল্যামেঙ্কো নাচ
জিডি বিড়লা সভাঘরে অ্যান্টনিও হিডালকো। —নিজস্ব চিত্র

অভিনন্দন
মুম্বইয়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অর্জুন রামপাল এবং বিদ্যা বালন। ছবি: পি টি আই



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.