ধর্ষিত মানসিক প্রতিবন্ধী, বরখাস্ত শিক্ষিকা |
দুই সহপাঠী ধর্ষণ করল বছর পনেরোর এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে। তবে ভারতের কোনও প্রত্যন্ত গ্রামাঞ্চলে নয়, ঘটনাস্থল নিউ ইয়র্কের হ্যাম্পস্টেড শহরের এলমন্ট এলাকা। পুলিশ সূত্রে খবর, এক শ্রেণিকক্ষে ধর্ষণ করা হয় কিশোরীকে। অভিযুক্তরা কিশোর অপরাধী সংশোধনাগারের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তার মায়ের অভিযোগ, ঘটনার সময় সামনেই দাঁড়িয়ে ছিলেন এক শিক্ষিকা। পুরো বিষয়টি দেখেও দেখেননি তিনি। পর দিন স্কুলের দায়িত্বপ্রাপ্ত অফিসারকে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। স্কুল কর্তৃপক্ষের দাবি, ইতিমধ্যেই ওই শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে।
|
প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারকের যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন মকুব করে নতুন করে তাঁর বিচার শুরুর নির্দেশ দিল আদালত। মিশরে তাঁর বিরুদ্ধে গণবিক্ষোভের সময়ে প্রতিরোধ দমন করতে গিয়ে প্রায় আটশো বিক্ষোভকারীকে মেরে ফেলার অভিযোগ আনা হয়েছিল। গত জুনে মুবারক ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আন আদলির যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। রায় পুনর্বিবেচনার আর্জি জানান মুবারক।
|
বিস্ফোরণে হত ২০ পাকিস্তানি সেনা |
শক্তিশালী বিস্ফোরণে নিহত হলেন ১৪ জন পাক সেনা। জখম ২০। সেনা সূত্রে খবর, রবিবার উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় সেনার একটি কনভয় যাওয়ার সময় ওই বিস্ফোরণ ঘটে। সম্প্রতিই, তেহরিক-ই-তালিবান প্রধান হাকিমুল্লা মেহসুদ জঙ্গিদের নির্দেশ দেন, উত্তর ওয়াজিরিস্তানে যেন পাক সেনার উপর হামলা না হয়। তার পরেও এই ঘটনায় ধন্দে পাক প্রশাসন।
|
একাধিক বন্দুকবাজের হামলায় কড়া বন্দুক নিয়ন্ত্রণ আইনের দাবি আমেরিকার বিভিন্ন মহলে। লুইজিয়ানার গভর্নর ববি জিন্দল এ বার নতুন আইন আনার দাবি তুললেন। সাম্প্রতিক কালে বেশির ভাগ বন্দুক হামলা ঘটিয়েছে মানসিক রোগগ্রস্ত ব্যক্তি। এমন আইন প্রণয়ন করা হোক যার ফলে মানসিক রোগ রয়েছে এমন ব্যক্তিরা নিজেদের কাছে বন্দুক রাখতে পারবেন না।
|
বরখাস্ত হলেন শ্রীলঙ্কার প্রথম মহিলা প্রধান বিচারপতি শিরানি বন্দরানায়েক। সম্প্রতি তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় পার্লামেন্টে ভোটাভুটি করে শিরানিকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার তাঁকে বরখাস্তের চিঠি পাঠান প্রেসিডেন্ট রাজাপক্ষে।
|
শিয়াদের উপরে প্রাণঘাতী হামলা হচ্ছে অভিযোগ তুলে প্রেসিডেন্ট জারদারির ব্যক্তিগত বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন একদল প্রতিবাদী। বৃহস্পতিবার কোয়েটায় বিস্ফোরণে শতাধিক মারা যান। বিক্ষোভকারীদের দাবি ছিল, বালুচিস্তানে গোষ্ঠী সংঘর্ষ বন্ধ করতে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দ্রুত ব্যবস্থা নিন। |