নদিয়ার ধানতলায় এক ছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পড়তে যাওয়ার সময় পাথর বোঝাই একটি লড়ি ধাক্কা মারে দশম শ্রেণীর এক ছাত্রীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পরেই পালিয়ে যায় লড়ির চালক। এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ শুরু করে স্থানীয় বাসিন্দারা। ভাঙচুর চালানো হয় দোকানপাট। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে স্থানীয় বাসিন্দাদের। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
পাকিস্তানে জঙ্গি হানা, মৃত শতাধিক |
বৃহস্পতিবার ৬টি ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের বালুচিস্তান ও খাইবার-পাখতুনখোয়া প্রদেশ। বিস্ফোরণে ১১৫ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ২৭০। সাধারণ নির্বাচনের আগে এই নাশকতাকে সম্ভাব্য তালিবান হানারই তকমা দিচ্ছে পাক প্রশাসন। গতকাল প্রথম বিস্ফোরণ হয় বালুচিস্তানের কোয়েটায়। নিরাপত্তারক্ষীদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের। এপর দক্ষিণ-পশ্চিম কোয়েটায় একটি বিলিয়ার্ড হলে পরপর দু’বার আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয় ৮১ জনের, আহত হন কমপক্ষে ১২০ জন। মিনগোরা শহরের উত্তর-পশ্চিমে জনবহুল সুন্নি মসজিদ সংলগ্ন এলাকাতেও হামলা চালায় দুষ্কৃতীরা। বিস্ফোরণে মৃত্যু হয় ২২ জনের আহত হন ৭০-এরও বেশি মানুষ। |