|
|
|
|
জওয়ানদের মাথা কাটল পাক সেনা |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকে নৃশংস ভাবে দুই ভারতীয় সেনাকে হত্যা করল পাক সেনাবাহিনী। হেমরাজ ও সুধাকর সিংহ নামে দুই ভারতীয় সেনার গলা কেটে খুন করে এক জনের কাটা মাথা পাক সেনারা নিজেদের সঙ্গে নিয়ে গিয়েছে বলে খবর। আজকের এই তাণ্ডবে আহত হয়েছেন আরও কিছু সেনা।
সেনাবাহিনীর উধমপুর ঘাঁটির নর্দান কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, পুঞ্চের চাত্রি ও আত্ম পোস্টের মধ্যে কৃষ্ণ ঘাঁটি সেক্টরে আজ সকালে হামলা চালায় পাক-বাহিনী। সকাল সাড়ে এগারোটা নাগাদ সেখানে টহল দিচ্ছিলেন ভারতীয় সেনারা। খারাপ আবহাওয়া ও ঘন কুয়াশার সুযোগ নিয়ে ভারতীয় ভূখণ্ডের ১০০ মিটারের মধ্যে ঢুকে পড়ে তাঁদের উপর চড়াও হয় পাক সেনাদের বর্ডার অ্যাকশন টিম। প্রায় আধ ঘণ্টা ধরে চলে দু’পক্ষের গুলির লড়াই। পরে কমান্ডার কে টি পরনায়েক ঘটনাস্থলে যান। দুই জওয়ান ল্যান্স নায়েক হেমরাজ ও সুধাকর সিংহের বিকৃত দেহ পাওয়া গিয়েছে বলে জানান তিনি। হতাহত সকলের অস্ত্রসস্ত্রও লুঠ করা হয়েছে, জানান পরনায়েক। সেনা সূত্রের খবর, গোটা ঘটনাটিকে শান্তি চুক্তি লঙ্ঘনের চেষ্টা হিসাবেই দেখছে ভারত।
এ দিন যে ভাবে হামলা হয়েছে, তা দীর্ঘ প্রস্তুতির ফল বলেই মনে করছেন সেনা-কর্তারা। এই আক্রমণের সঙ্গে ’৯৯-এর কার্গিল যুদ্ধের সময় ক্যাপ্টেন সৌরভ কালিয়ার উপর হামলার মিল পাচ্ছেন অনেকেই। সে সময় টহলদার ভারতীয় সেনাদের উপর চড়াও হয়ে তাঁদের বন্দি করে নিয়ে যায় পাক সেনা। বাইশ দিন ধরে চলে অত্যাচার। শেষে গুলি করে হত্যা করা হয় কালিয়া ও তাঁর পাঁচ সঙ্গীকে। |
|
আজকের এই ঘটনার দু’দিন আগেই ইসলামাবাদ অভিযোগ করেছিল, হাজি পির সেক্টরে পাক সেনাদের উপর আক্রমণ চালিয়েছে ভারত। তাদের দাবি, এই ঘটনায় এক পাক সেনার মৃত্যু হয়েছে। ভারতীয় হাইকমিশনার গোপাল বাগলেকে ইসলামাবাদে বিদেশ মন্ত্রকের অফিসে সোমবার ডেকে পাঠিয়ে এর কড়া প্রতিবাদও জানায় তারা। আজ ভারতীয় সেনাদের উপর হামলার ঘটনাও প্রথমে তাদের জানা নেই বলে দাবি করেছিল ইসলামাবাদ। পরে অবশ্য বলা হয়, এই ঘটনা ঘটে থাকলে তা নিন্দনীয়। পাক সেনাদের থেকে জানতে চাওয়া হবে, কী হয়েছিল।
পাক জওয়ানদের উপর আক্রমণের অভিযোগ অবশ্য ভারতীয় শিবির থেকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে। ভারতীয় সেনাদের পাল্টা দাবি, গত বছর জম্মু-কাশ্মীরের সাম্বায় একটি ৪০০ মিটার লম্বা সুড়ঙ্গ খুঁজে পাওয়ার পর থেকে পাকিস্তানি আক্রমণ বেড়ে গিয়েছে অনেকটাই। গত এক বছরে তারা অন্তত ৭১ বার ভারতীয় বাহিনীর উদ্দেশে গুলি চালিয়েছে। তাতে নিরাপত্তাবাহিনীর ৪ জওয়ান-সহ নিহত হয়েছেন সাত জন। গত মাসেও রাজৌরি, উরি, কেরন সেক্টরে অনবরত হামলা চালিয়েছে পাকিস্তান।
দু’দেশের মধ্যে সংঘর্ষ ক্রমশ বাড়তে থাকায় রীতিমতো উদ্বিগ্ন দিল্লি। পুঞ্চে আজকের হামলার কড়া নিন্দা করেছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন বলেন, “ভারতের পক্ষ থেকে বিন্দুমাত্র প্ররোচনা দেওয়া হয়নি। তা সত্ত্বেও আজ হামলা চালিয়েছে পাক সেনারা।” ইসলামাবাদের সঙ্গে আলোচনার সময় এই প্রসঙ্গ তোলা হবে, আশ্বাস বিদেশ মন্ত্রকের। ডিজি (মিলিটারি অপারেশনস) জানান, এই ঘটনা পাক প্ররোচনা হিসাবেই দেখছে ভারত। সতর্ক করা হয়েছে সীমান্তরক্ষী বাহিনীকেও। বিএসএফের প্রধান সুভাষ জোশী জানান, যে কোনও আক্রমণ মোকাবিলা করতে তৈরি তাঁরা। |
|
|
|
|
|