বামনঘাটায় আক্রান্ত সিপিএম কর্মীরা, পাল্টা অভিযোগ আরাবুলের |
ভাঙড় কাণ্ডের পর বামেদের দেওয়া ‘ডেড লাইন’-এর ৪৮ ঘণ্টা শেষ হয়েছে। পূর্ব কর্মসূচি অনুযায়ী বালিগঞ্জ স্টেশন থেকে মিছিল করে আলিপুরে এসে বামেদের অবস্থান বিক্ষোভ করার কথা। সেই কর্মসূচিতে যোগ দিতে আসার সময় বামনঘাটায় বেশ কিছু সিপিএম সমর্থকদের উপর রিভলভার, লাঠি, বোমা নিয়ে আক্রমণের অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। এ বারও অভিযোগের কেন্দ্রবিন্দুতে সেই একই নাম— আরাবুল ইসলাম। আরাবুল নিজেই এই আক্রমণে নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ জানিয়েছে সিপিএম। ঘটনায় ৭ জন গুরুতর ভাবে আহত হয়েছেন। এঁদের মধ্যে ৩ জনের গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ জানানো হয়েছে বামফ্রন্টের পক্ষ থেকে। প্রায় ১৫টি গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আহতদের নিয়ে যাওয়া হয়েছে মুকুন্দপুরে একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিত্সাধীন রয়েছেন তাঁরা। থানা দূরে হওয়ার কারণে এখনও পুলিশে অভিযোগ জানানো হয়নি।
অন্য দিকে, যাঁর বিরুদ্ধে মূল অভিযোগ, সেই তৃণমূল নেতা আরাবুল ইসলামও পাল্টা অভিযোগ জানিয়েছেন, তাঁর গাড়িতে ভাঙচুর করার। পাশাপাশি গুলিও চালিয়েছে সিপিএম। তাঁর অভিযোগ, এই কাজে নেতৃত্ব দিয়েছেন ‘রেজ্জাক মোল্লার ডান হাত’ তুষার মোল্লা ও সাত্তার মোল্লা। তিনি নিজেও ‘গুরুতর
আহত’ হয়েছেন। তাঁর বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে জানিয়েছেন আরাবুল।
ঘটনার খবর আলিমুদ্দিনে পৌঁছতেই গৌতম দেব-সহ বেশ কিছু বাম-নেতা ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা গিয়েছে। আজ সন্ধে ৬টায় সমগ্র বিষয়টি জানাতে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের নেতৃত্বে একটি বাম পরিষদীয় দল রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। ঘটনার প্রতিবাদে আগামী কাল প্রতিটি জেলায় ধিক্কার মিছিল বার করবে বামফ্রন্ট।
|
এবিজি কাণ্ডে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে |
রাজ্যের শাসক দল তৃণমূল ঘনিষ্ঠ সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়া এবং কলকাতা বন্দর কর্তপক্ষের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপের অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হল। মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ মামলাটি বৈধ বলে স্বীকৃতি দেন। সেই ‘ঘনিষ্ঠ’ সংস্থাটিকেও মামলার কথা জানিয়ে নোটিস পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। ‘শূন্য ভাঁড়ারের’ জন্য প্রতি নিয়ত আক্ষেপ করা রাজ্য সরকারের কাছে এই কারণে কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে মামলাটিতে। আগামী দু’ সপ্তাহের মধ্যে এর শুনানি হতে পারে। শাসনকালের দেড় বছরের মধ্যে বারবার আইনি লড়াইয়ে পর্যদুস্ত হতে হয়েছে এই সরকারকে। এই মামলা নতুন করে সেই অস্বস্তির মাত্রা বাড়াতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
|
রাজ্যপালের কাছে সমর্থন প্রত্যাহারের চিঠি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার |
গত কালের দলীয় বৈঠকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ তা সরকারি ভাবে চিঠি দিয়ে রাজ্যপালের কাছে জানিয়ে দিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় সংখ্যালঘু হয়ে পড়ল ২৮ মাসের বিজেপি-জেএমএম জোট সরকার। মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডাও পরিস্থিতি বুঝে রাজ্যপালের কাছে ইস্তফা দিয়েছেন। ইতিমধ্যেই নতুন করে সরকার গঠনের সমীকরণে মেতে উঠেছে সব দল।
|
আগামিকাল থেকে শৈত্যপ্রবাহের পূর্বাভাস |
গত কাল থেকেই ঠান্ডা হাওয়ার সঙ্গে ছিল হাল্কা শীতের আমেজ। ২৪ ঘণ্টার মধ্যেই তা কনকনে উত্তুরে হাওয়ার সঙ্গে তীব্র ঠান্ডার বার্তা এনে দিল পশ্চিমবঙ্গে। উত্তর ভারতে টানা কয়েক সপ্তাহ ধরে চলা শৈত্যপ্রবাহের দাপট বিহার অবধি পৌঁছলেও তা গত কাল ব্রাত্যই ছিল বঙ্গে। কিন্তু আজ নিম্নচাপ সরে গিয়ে ফের স্বমহিমায় শীত। আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১২.২, গত কালকের থেকে যা ৩ ডিগ্রি কম। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হতে পারে শৈত্যপ্রবাহ।
|
আজ ভোরে মেচেদা যাওয়ার পথে ভগবানপুর থেকে ১০ চাকার একটি পণ্যবাহী লরি ছিনতাই করে পালায় কিছু দুষ্কৃতী। লরিটিতে প্রায় কয়েক কোটি টাকার পণ্য ছিল বলে জানিয়েছেন স্থানীয় কিছু ব্যবসায়ী। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এর পর তাঁরা বিক্ষোভ দেখান এবং পথও অবরোধ করেন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
|
বারুইপুর-কুলপি রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের |
আজ সকালে বারুইপুর সংলগ্ন বারুইপুর-কুলপি রোডে একটি লরির ধাক্কায় স্থানীয় এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা লরিটিতে ব্যাপক ভাঙচুর চালায়। পরে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছেছে বারুইপুর থানার পুলিশ। লরিটির চালক ও খালাসি পলাতক। |