টুকরো খবর
স্পেকট্রাম নিলাম মার্চে, কমছে দর
মার্চে ফের স্পেকট্রাম নিলাম করবে কেন্দ্র। সংশ্লিষ্ট সূত্রে খবর, সে ক্ষেত্রে টেলিকম শিল্পের দাবি মতো স্পেকট্রামের ন্যূনতম দর কমানোর পথেই হাঁটবে কেন্দ্র। সোমবার অর্থমন্ত্রী পি চিদম্বরমের নেতৃত্বে বিশেষ মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে ঠিক হয়েছে, ১১ মার্চ থেকে শুরু হবে নিলাম। প্রথমে জিএসএম (১৮০০ ও ৯০০ মেগাহার্ৎজ) ও পরে সিডিএমএ (৮০০ মেগাহার্ৎজ) স্পেকট্রাম নিলাম হবে। টেলিকম মন্ত্রী কপিল সিব্বল জানান, গত নভেম্বরে ৪ সার্কেলে ১৮০০ মেগাহার্ৎজ স্পেকট্রাম নিলামে তোলা হলেও তাতে কেউ অংশ নেয়নি। মার্চে সেগুলির ফের নিলাম হবে। তার ন্যূনতম দরও ৩০% কম হবে। সংশ্লিষ্ট সূত্রে খবর, সিডিএমএ স্পেকট্রামের ন্যূনতম দরও ৩০-৫০% কমানোর সুপারিশ করেছে মন্ত্রিগোষ্ঠী। তা চূড়ান্ত করার সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার উপরেই।

সূচক পড়লেও বাড়ল তেল সংস্থার শেয়ার দর
পরপর চার দিন বাড়ার পর সোমবার মুম্বই বাজারের সূচক সেনসেক্স পড়ে যায় ৯৩ পয়েন্ট। কিন্তু শীঘ্রই পেট্রো-পণ্যের দাম বাড়ার আশায় ৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায় তেল সংস্থাগুলির শেয়ার দর। প্রসঙ্গত, অর্থ মন্ত্রক নিযুক্ত কেলকর কমিটির সুপারিশ হল, ডিজেলের দাম লিটারে ৪ টাকা, কেরোসিন ২ টাকা, রান্নার গ্যাস সিলিন্ডারে ৫০ টাকা বাড়ানো উচিত। প্রধানমন্ত্রী মনমোহন সিংহও এ দিন কোচিতে ভারত পেট্রোলিয়ামের শোধনাগার সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে পেট্রো-পণ্যে ধাপে ধাপে ভর্তুকি তোলার পক্ষে সওয়াল করেন। এ দিন এইচপিসিএল শেয়ার বেড়েছে ৪.৭৯%, বিপিসিএল ৩.২৮% এবং ইন্ডিয়ান অয়েল ০.৩৭%।

বাসেল নীতি রূপায়ণে বাড়তি সময় ব্যাঙ্ককে
মন্দা মোকাবিলায় বিশ্ব জুড়ে ব্যাঙ্কগুলির জন্য বাড়তি তহবিল রাখার বাধ্যবাধকতা শিথিল করল আন্তর্জাতিক নিয়ন্ত্রকরা। বাসেল কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ২০১৫-র মধ্যে ওই নীতি রূপায়ণের কথা থাকলেও তা পিছিয়ে গেল ২০১৯ পর্যন্ত। বাড়তি তহবিল মন্দায় পড়া রাষ্ট্রকে ত্রাণ খাতে জোগানো হবে।

কয়লা ব্লক নিলাম
১২টি কয়লা ব্লকের মধ্যে মাত্র ছ’টি নিলাম করবে কেন্দ্রীয় কয়লা মন্ত্রক। সংশ্লিষ্ট সূত্রে খবর, কোনও কোনও ব্লকে কোল বেড মিথেন থাকায় তা নিলামে তোলা যাবে না। ব্লক বণ্টন স্বচ্ছ করতে এই উদ্যোগ।

শিল্পের দুরবস্থা নিয়ে বিমানের পরামর্শ
তৃণমূল জমানায় রাজ্যে যে শিল্প গড়ে উঠছে না, তা জনগণকে বোঝানোর জন্য দলের যুব সংগঠনকে পরামর্শ দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু। সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই সোমবার ‘হলদিয়া বাঁচাও, শিল্প বাঁচাও’ স্লোগানে কলকাতার কলেজ স্ট্রিট থেকে হলদিয়ার উদ্দেশে মিছিল শুরু করে। বক্তৃতায় বিমানবাবু বলেন, “হলদিয়া ভাল নেই। শিল্প ভাল নেই। দেশের ভবিষ্যৎ গড়তে হলে শিল্পায়ন প্রয়োজন। বর্তমান সরকারের আমলে তা হচ্ছে না। আপনারা প্রচার করুন। জনগণকে উপলব্ধি করার সুযোগ দিন, তাঁরা কোন সরকারকে এনেছেন।”এ দিন বিমানবাবু কলেজ স্ট্রিট থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ পর্যন্ত যুব সংগঠনের মিছিলে পা মেলান।

পস্কো প্রকল্প নিয়ে
ওড়িশার জগৎসিংহপুরে অনিবার্য কারণে শুরু করা গেল না পস্কোর ইস্পাত প্রকল্পের জন্য ফের জমি অধিগ্রহণের কাজ। ২০১১-য় অধিগ্রহণ ঘিরে হিংসাত্মক ঘটনায় স্থগিত ছিল কাজ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.