নমি নরদেবতারে... |
স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষে ‘শাশ্বত ভারত’ নামে ফাইবার গ্লাসের এই ট্যাবলোটি তৈরি করেছে কাঁকুড়গাছির রামকৃষ্ণ মঠ (যোগোদ্যান)। ১২ ফুট উঁচু এই ট্যাবলোটি শোভাযাত্রা সহকারে রাজ্যের বিভিন্ন জেলায় সারা বছর ধরে ঘুরবে। রবিবার সকালে বেলুড় মঠে সেই যাত্রার সূচনা করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ। যোগোদ্যানের সম্পাদক স্বামী নিত্যমুক্তানন্দ জানিয়েছেন, যে সব অঞ্চলে এই ট্যাবলোটি ঘুরবে, সেখানে স্বামী বিবেকানন্দের জীবনের উপর আলোচনা, কর্মশালা-সহ নানা অনুষ্ঠান হবে। ছবি: রণজিৎ নন্দী |