আজকের শিরোনাম |
ভাঙড়ে আক্রান্ত রেজ্জাক মোল্লা |
আজ ভাঙড়ে আক্রান্ত হলেন সিপিএম বিধায়ক রেজ্জাক মোল্লা। গত কাল রাতে ভাঙরের কাঁটাতলায় সিপিএমের একটি কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আজ সকালে সিপিআইএম স্থানীয় নেতৃত্ব এর প্রতিবাদে একটি মিছিল বার করে। সেই মিছিলে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার খবর পেয়ে রেজ্জাক মোল্লা ঘটনাস্থলে গেলে সেখানে পুলিশের উপস্থিতিতেই তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে সিপিএম নেতৃত্ব। গুরুতর আহত অবস্থায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছেন সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, কান্তি গঙ্গোপাধ্যায়-সহ সিপিএমের শীর্ষ নেতৃবৃন্দ।
|
ঝাড়গ্রামে অগ্নিকাণ্ড, সিপিএম নেতা-সহ মৃত ৬ |
আজ ভোররাতে ঝাড়গ্রামের মানিকপাড়ায় একটি দোতলা বাড়িতে আগুন লেগে একই পরিবারের ৫ জন-সহ ৬ জনের মৃত্যু হয়েছে। একই বাড়িতে এক সিপিএম নেতা ভাড়া থাকতেন, এই ঘটনায় তাঁরও মৃত্যু হয়েছে। খবর দেওয়ার কিছু ক্ষণ পরই ঝাড়গ্রাম থেকে দমকলবাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা এবং পুলিশের সহযোগিতায় কোনও রকমে ওই ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা জানান, শ্বাসরোধ হয়ে অনেক আগেই তাঁদের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে দমকলের অনুমান, একতলার একটি টিভি-ফ্রিজ সারানোর দোকানে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। দোকানে অনেক দাহ্য বস্তু ছিল বলে পুলিশের অভিযোগ।
|
কাকিনাড়া জুটমিলে আগুন |
আজ সকাল সাড়ে সাতটা নাগাদ কাকিনাড়ায় নফরচাঁদ জুটমিলে আগুন লাগে। প্রচুর পাট-সহ বিভিন্ন দাহ্য বস্তু মজুত থাকার কারণে মিলের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হলে ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন এসে পৌঁছয়। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু ক্ষণ সময় লেগে যায়। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশও আসে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান দমকলের। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। |
টস জিতল ভারত |
পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ওয়ান-ডে ম্যাচে আজ টস জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিল ভারত। ভারতীয় দলে আজ দুটি পরিবর্তন করা হয়েছে। এদিন বীরেন্দ্র সহবাগ ও অশোক দিন্দার জায়গায় দলে এলেন অজিঙ্কে রাহানে ও বাংলার পেসার সামি আহমেদ। পাক দল অপরিবর্তই রাখা হয়েছে। |
|