রান্নার গ্যাস বুক করার ৪৮ ঘণ্টার মধ্যে সর্বত্রই সিলিন্ডার সরবরাহ নিশ্চিত করতে চাইছে তেল মন্ত্রক। সব কিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহেই এই মর্মে নির্দেশিকা জারি হওয়ার কথা। তেল সংস্থা সূত্রে খবর, গ্রাহক স্বার্থে তেল মন্ত্রক যে-একগুচ্ছ পরিকল্পনা হাতে নিতে চলেছে, এটি তার অন্যতম।
গ্যাসের ভর্তুকি জমা করা ও তার প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই গ্রাহকদের তোপের মুখে কেন্দ্র। এই পরিস্থিতিতে গ্রাহক সন্তুষ্টির বিষয়টিতে তারা জোর দিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের ইঙ্গিত। ওই একগুচ্ছ পরিকল্পনার আওতাতেই ২০১৩-’১৪ সালের মধ্যে দেশ জুড়ে বিভিন্ন তেল সংস্থায় প্রায় সাত হাজার নতুন ডিস্ট্রিবিউটর নিয়োগ করা হবে। যার মধ্যে অন্তত ৫০০টি এ রাজ্যে হবে বলেই সংশ্লিষ্ট মহলের দাবি। ইতিমধ্যে প্রায় ২০০টির নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।
|
বর্তমানে সে ভাবে সরকারি নিয়ম না-থাকলেও গ্যাস বুক করা ও তা সরবরাহের ক্ষেত্রে কার্যত কিছু অলিখিত নিয়ম চালু রয়েছে। যেমন সিলিন্ডার পাওয়ার ১৫ দিনের পরেই আর একটি নতুন বুক করা যায়। এবং দু’টি সিলিন্ডার পাওয়ার মধ্যে ২১ দিনের ফারাক থাকতে হয়। বছর সাতেক আগে গ্যাসের ঘাটতির জন্য এই ব্যবস্থা চালু হয়।
পরে সেই সঙ্কট কেটে গেলেও তা বলবৎ থাকে।
এ বার সেই অবস্থাটা বদলাতে চলেছে। এখন কিছু জায়গায় গ্যাস বুক করার অল্প সময়ের মধ্যেই তা সরবরাহ করা হলেও বেশির ভাগ জায়গায় অনেকটাই সময় গড়িয়ে যায়। ইন্ডেন-এর এক কর্তা জানান, এখন থেকে সর্বত্রই গ্যাস বুক করার ৪৮ ঘণ্টার মধ্যে সিলিন্ডার সরবরাহ করার কথা ভাবা হয়েছে। অল ইন্ডিয়া ডিস্ট্রিবিউটর্স ফেডারেশনের অতিরিক্ত সাধারণ সম্পাদক বিজনবিহারী বিশ্বাস জানান, আগামী সপ্তাহেই ওই নির্দেশিকা জারির সম্ভাবনা রয়েছে।
তবে গ্রাহকদের প্রতি তেল সংস্থাগুলির আর্জি, একটি সিলিন্ডার খালি হলে তবেই তাঁরা যেন নতুন সিলিন্ডারটি বুক করেন। নতুনটি দেওয়ার সময়ে খালি সিলিন্ডার না-পেলে কিন্তু সেই বুকিং তৎক্ষণাৎ বাতিল হয়ে যাবে।
সংস্থাগুলি আরও জানাচ্ছে, যাঁদের এখন একটি সংযোগে একটি সিলিন্ডার রয়েছে, তাঁরা ইচ্ছে করলেই দ্বিতীয় সিলিন্ডার নিতে পারবেন। এ জন্য কার্যত ঢালাও অনুমতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, চড়া দামে ভর্তুকিহীন গ্যাস কেনার পাশাপাশি যদি সিলিন্ডার পেতে দেরি হয়, তা হলে গ্রাহরকদের ক্ষোভ আরও বাড়বে। দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে পারলে সেই ক্ষোভে লাগাম পরানো সহজ হবে। |