কলোরাডোয় বন্দুকবাজের হানা, হত ৪ |
ফের কলোরাডোর অরোরায় হামলা চালাল বন্দুকবাজ। ঘটনায় নিহত হয়েছেন তিন জন স্থানীয় বাসিন্দা। পুলিশের গুলিতে নিহত বন্দুকবাজও। ২০১১-র জুলাইয়ে অরোরায় একটি সিনেমা হলে বন্দুকবাজের হানায় ১২ জন নিহত হন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ একটি বাড়িতে কয়েক জনকে পণবন্দি করে ফেলে এক বন্দুকবাজ। এক জন কোনও মতে পালিয়ে পুলিশে খবর দেন। বেশ কিছু ক্ষণ বন্দুকবাজের সঙ্গে দর কষাকষি চালায় পুলিশ। তাতে ফল না হওয়ায় দরজা ভেঙে বাড়িতে ঢোকে পুলিশ। সংঘর্ষে মারা পড়ে বন্দুকবাজ। তিন পণবন্দির দেহও উদ্ধার হয়।
|
টুইটারে অদ্ভূত শখ শিক্ষকের |
নিতান্তই খেলার ছলে নিজের টুইটার অ্যাকাউন্টে দেশ বিদেশের বিখ্যাত ব্যক্তিদের মৃত্যুর খবর টুইট করেছেন ইতালির তাম্মাসো দেবেনেদেত্তি। পেশায় সাহিত্যের শিক্ষক। পোপ, ফিদেল কাস্ত্রো থেকে শুরু করে জে কে রাউলিং কেউই বাদ জাননি তাঁর এই টুইটার হামলা থেকে। এটাই নাকি তাঁর শখ। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “মৃত্যুর খবর খুব দ্রুত ছড়ায়। দেখলাম আমার টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা আড়াই হাজার ছাড়িয়ে গিয়েছে। এঁদের মধ্যে আবার অনেকই ব্রিটেনের নামী সংবাদ সংস্থার সঙ্গে যুক্ত। তাই আর দেরি করিনি।” এ দিকে তাঁর করা টুইটগুলো সত্যি ভেবে একটি টেলিভিশন চ্যানেল নাকি সম্প্রচারও করে দিয়েছিল।
|
গোধরা-পরবর্তী দাঙ্গার জেরে একাধিক বার মার্কিন ভিসা পাননি নরেন্দ্র মোদী। কিন্তু শনিবার মোদীর প্রশংসা করলেন মার্কিন কংগ্রেসের সদস্য অ্যারন শক। অ্যারনের বক্তব্য, মোদীকে সব ধর্ম ও শ্রেণির মানুষ ভোট দিয়েছেন। রাজ্যে লগ্নি টানার ক্ষেত্রেও তিনি পুরোপুরি সফল।
|
ফের জঙ্গিদের গুলির আঘাতে সিরিয়ার এক সাংবাদিকের মৃত্যু হল। সুহেলি আল-আলি নামে ওই সাংবাদিক চার দিন আগে দামাস্কাসে কাজে যাওয়ার সময় জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। শনিবার সকালে মারা যান তিনি।
|
ব্রিটেনের সর্বোচ্চ কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল চার ভারতীয় বংশোদ্ভূতর বিরুদ্ধে। ২০১২ সালে তাঁরা এই কর ফাঁকি দিয়েছিলেন বলে জানিয়েছে ব্রিটেনের এক সংবাদপত্র। মোট ৩২ জনের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। ওই চার ভারতীয়ের কারাবাসের সাজা শুনিয়েছে ব্রিটেনের এক আদালত। |