টুকরো খবর
পরিবহণকর্মীদের কর্মবিরতি
বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন। ময়নাগুড়িতে দীপঙ্কর ঘটকের তোলা ছবি।
বেতন বৃদ্ধির দাবিতে বেসরকারি পরিবহণ কর্মীদের কর্মবিরতিতে বৃহস্পতিবার অচল হল ময়নাগুড়ি। এ দিন বেসরকারি বাস পথে নামেনি। সকাল থেকে যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। সরকারি বাসে ছিল বাদুড় ঝোলা ভিড়। সেখানে যায়গা না পেয়ে নিরুপায় যাত্রীরা ট্রেনে যাতায়াত করতে বাধ্য হয়েছেন। বেসরকারি পরিবহণ কর্মীদের যৌথ সংগ্রাম কমিটির তরফে যদিও দাবি করা হয়েছে কর্মবিরতির কথা কয়েকদিন প্রচার করা হয়েছে। সংগঠনের সম্পাদক সিরাজ আহমেদ বলেন, “যাত্রীদের আসুবিধা হয়েছে জানি। কিন্তু বেসরকারি পরিবহণ কর্মীদের সমস্যাও নিশ্চই তাঁরা বুঝবেন। পরিবহণ কর্মীদের বেতন কাঠামো নেই। বাস মালিকদের কয়েকবার জানানোর পরেও ব্যবস্থা নেয়নি। তাই আগাম প্রচার করে একদিনের কর্ম বিরতি করা হয়েছে।” এ দিন কর্ম বিরতি পালন করে অন্তত সাতশো বেসরকারি পরিবহণ কর্মী ময়নাগুড়িতে সভা করেন। তাঁরা জানান, বেসরকারি বাসের চালককে দিনে ১১০ টাকা, কন্ডাক্টারকে ৯০ টাকা এবং খালাসিকে ৬০ টাকা দেওয়া হচ্ছে। ওই বেতন বাড়ানোর জন্য ৭ জানুয়ারি পর্যন্ত বাস মালিকদের সময় দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে কোনও ব্যবস্থা না নেওয়া হলে তাঁরা ফের আন্দোলনে নামবেন। বাস মালিক সংগঠনের নেতৃত্ব অবশ্য কর্মীদের এ দিনের আন্দোলন নিয়ে কোনও মন্তব্য করেননি।

সহবাসের অভিযোগ
এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুঁসলে সহবাস করেছে বলে অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। বুধবার রাতে প্রধাননগর থানার সত্যজিৎ কলোনির বাসিন্দা ওই তরুণীর মা থানায় অভিযোগ করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সত্যজিৎ কলোনির বাসিন্দা ওই যুবক এবং তরুণীর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। ১৯ ডিসেম্বর তাঁরা বাড়ি থেকে পালিয়ে বিধাননগরে ঘর ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে থাকতে শুরু করে। ৩১ ডিসেম্বর যুবক তরুণীকে নিয়ে বাড়িতে ফেরে। এর পর সে পালিয়ে যায়। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ফেব্রুয়ারিতে বনধ
আগামী ফেব্রুয়ারি মাসে ডাকা ভারত বনধের সমর্থনে কনভেনশন করল দার্জিলিং জেলা সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির মিত্র সম্মিলনী হলে ওই কনভেনশন হয়। সেখানে ছিলেন আইএনটিউইসির দার্জিলিং জেলা সভাপতি অলোক চক্রবর্তী, সিটু’র দার্জিলিং জেলা সভাপতি অজিত সরকার সহ বেশ কয়েকটি সংগঠনের নেতারা। তাঁরা জানান, শ্রমিক নূন্যতম মজুরি মাসিক দশ হাজার টাকা সহ একাধিক দাবিতে আগামী ২০ ও ২১ ফেব্রয়ারি সাধারণ ধর্মঘট ডেকেছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ। তা সফল করতে তারা ধারাবাহিক কর্মসূচি নিয়েছে।

লোকসংস্কৃতি, বাউল উৎসব
বৃহস্পতিবার থেকে মালবাজার ব্লকের গজলডোবায় শুরু হল উত্তরবঙ্গ লোক সংস্কৃতি ও বাউল উৎসব। উৎসবের উদ্বোধন করেন রাজ্যের বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান খগেশ্বর রায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১২ জন বাউল ওই উৎসবে যোগ দেবেন। বাউল উৎসব কমিটির সহ সম্পাদক শ্যামল হালদার বলেন, “এই গান যাতে নতুন প্রজন্মের কাছে পৌঁছয় সেই কারণেই ফি বছর বাউল উৎসব আয়োজিত হচ্ছে।” তিনদিন টানা বাউল গান চলবে বলে জানান তিনি।

জঙ্গলে মহিলার দেহ
জঙ্গল থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় মহিলার দেহ। বৃহস্পতিবার সকালে শালকুমার হাট জঙ্গলের ১ নম্বর কম্পার্টমেন্টে ওই দেহটি পাওয়া যায়। শালকুমারের বিট অফিসার খগেশ্বর কার্জী জানান, এ দিন সকালে টহল দিতে গিয়ে বনকর্মীরা জঙ্গলে পচা গন্ধ পায়। পরে দেহটি পাওয়া যায়। পুলিশের অনুমান বছর চল্লিশের ওই মহিলা ঠান্ডায় মারা যেতে পারেন।

আগুন
আগুন লেগে পুড়ে গেল একটি হোটেলের গুদাম ঘর। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে প্রধাননগর থানা এলাকার একটি হোটেলে। দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কাঠের ওই ঘরটিতে হোটেলের কিছু জিনিসপত্র রাখা ছিল। আগুন কাঠে লাগায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল।

পঞ্চায়েতে তালা
একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন গ্রামের বাসিন্দারা। বৃহস্পতিবার কালচিনির মেন্দাবাড়ি গ্রামের ঘটনা। প্রশাসনের কর্তাদের আশ্বাসে পরে তালা খোলা হয়। বিডিও চন্দ্রসেন খাতি বলেন, “খোঁজ নিয়ে দেখছি।” পঞ্চায়েত প্রধান অভিজিৎ নার্জিনারি বলেন, “নভেম্বরে ১৪ দিন কাজ হয়েছে। প্রায় ৩০ দিন পেরিয়ে গেলেও বাসিন্দারা টাকা পায়নি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.