|
|
|
|
|
|
ক্লিক অর প্রেস
|
ফিরে দেখা
কমছে পিসি-র চাহিদা। এ বছর ট্যাবলেট আর স্মার্টফোনে সরগরম।
তাদের কয়েকটিকে ফিরে দেখছেন সুরিত ডস |
|
কাল বাদে পরশু বছর শেষ। এ বার তাই একটু ফিরে তাকাই। সেখানে আশার পাশাপাশি রয়েছে আশঙ্কা। বিশ্ব জুড়ে ডেস্কটপ পার্সোনাল কম্পিউটারের চাহিদা ক্রমেই কমছে। বাজার গরম ট্যাবলেট, স্মার্টফোনের। ভারতও ব্যতিক্রম নয়। এ বছর এ দেশে আসা সে রকম কিছু স্মার্টফোন আর ট্যাবলেটের কথাই বলব।
প্রথমে স্মার্টফোনের কথা।
এ বারের অন্যতম চমক সোনির ‘Xperia Miro’। ৩.৫ ইঞ্চির এলইডি ব্যাকলাইট এলসিডি ক্যাপটিভ টাচ স্ক্রিনে পাবেন সোনি মোবাইল ব্রাভিয়া ইঞ্জিন। ৮০০ মেগাহার্ত্জ প্রসেসর, ৫১২ এমবি র্যামের এ ফোনে রয়েছে অ্যানড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেম। সামনে ক্যামেরার সাহায্যে ভিডিও চ্যাট করা যায়। |
|
আইফোনের সঙ্গে লড়াইয়ে স্যামসাং-এর এ বছরের ঘোড়া ‘Galaxy S III’। দেখতে একটু বড় হলেও ধরতে অসুবিধা হয় না। বিশেষ আকর্ষণ এর ক্যামেরা। এ ছাড়াও স্যামসাং-এর ঝুলি থেকে বেরিয়েছে ‘Galaxy Beam’। খুব সরু এ ফোন প্রজেক্টরেও কাজ করবে। দু’টি ফোনই চলে অ্যানড্রয়েড সিস্টেমে। এর পাশাপাশি স্যামসাং নিয়ে এসেছে ‘ATIV S’। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের এই ফোনে রয়েছে ৪.৮ ইঞ্চির গরিলা গ্লাস ডিসপ্লে আর সামনে, পিছনে ক্যামেরা।
এ ছাড়া রয়েছে মোটোরোলা আর এইচটিসি-র কয়েকটি স্মার্টফোন। এ বছরে এ দেশে মোটোরোলা নিয়ে এসেছে ‘FIRE XT’ এবং ‘FIRE’। অন্যান্য সুবিধার পাশাপাশি 3G, ওয়াইফাই, এফ এম রেডিও কার্ডস, জিপিএস, গুগল ম্যাপ, গুগল টক, জি-মেল-এর সুবিধাও পাবেন।
এ বছরে এইচটিসি নিয়ে এসেছে ‘Desire X’। ৪ ইঞ্চির এলসিডি ‘WVGA’ ডিসপ্লে, ডুয়েল কোর ১ গিগাহার্ত্জের কোয়ালকম ‘S4’ প্রসেসর, ৭৬৮ এমবি র্যাম,১৬০০ mAh ব্যাটারির এই ফোনও অনেকের নজর কেড়েছে।
আর রয়েছে আইফোন ৫। আইফোন ৪-এর থেকে ১৮ শতাংশ সরু আর ২০ শতাংশ হালকা এ ফোনে রয়েছে ‘A6’ চিপ। এ ছাড়াও রয়েছে রেটিনা ডিসপ্লে, আই ক্যামেরা, শক্তিশালী ইন্টারনেট-সহ নানা সুবিধা। অ্যাপলের দাবি, আইফোন ৫ ভারতের বাজারেও সাড়া ফেলেছে।
|
|
এ বার ফিরে দেখব কিছু ট্যাবলেট। যেমন, স্যামসাংয়ের ‘Galaxy Tab 750’। ১০ ইঞ্চির এই ট্যাবলেটে ডুয়েল কোর নাভিদিয়া টেগ্রা ২ প্রসেসর, ৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ১৬ জিবি মেমরি রয়েছে। হানিকম্ব অপারেটিং সিস্টেমে চলা স্যামসাংয়ের ‘Galaxy Tab 730’-এ পাবেন 3G, ১৬ জিবি মেমরি এবং ১ গিগাহার্ত্জের প্রসেসর। একটু বেশি দামে স্যামসাং নিয়ে এসেছে ‘Galaxy Tab 620’। এতে রয়েছে ১.২ গিগাহার্ত্জের প্রসেসর। এ ছাড়া স্যামসাং নিয়ে এসেছে
অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্যামেরা ‘Galaxy Camera’।
এ বার আসি আসুস-এর কথায়। আসুস-এর ‘Eee Pad Transformer TF101G’ এ বার নজর কেড়েছে। হানিকম্ব অপারেটিং সিস্টেমে চলা এই ট্যাবলেটে রয়েছে ৫ এমপি ক্যামেরা। ১৬ জিবি এবং ৩২ জিবি এই দু’ধরনের মডেল পাওয়া যাচ্ছে। এ ছাড়া আসুস এনেছে ‘Eee Pad Slider’। এতে টাচ স্ক্রিন এবং কি-বোর্ড দুইই আছে। হানিকম্ব অপারেটিং সিস্টেমে চলা এই ট্যাবলেটে পাবেন ১ গিগাহার্ত্জের নাভিদিয়া টেগ্রা ২ প্রসেসর। এ ছাড়া ‘iBerryAuxus’ ট্যাবলেটটি দীর্ঘ ব্যাটারি লাইফের জন্য অনেকের পছন্দ হয়েছে। এতে অ্যানড্রয়েড ৪.০.৩ অপারেটিং সিস্টেম, ৭ ইঞ্চির ক্যাপটিভ স্ক্রিন এবং ১ গিগাহার্ত্জের ‘ARM Cortex A8’ প্রসেসর রয়েছে।
|
|
লেনোভো নিয়ে এসেছে ‘IdeaPad K1’। এটি হানিকম্ব অপারেটিং সিস্টেমে চলে। রয়েছে ৫ এমবি এলইডি ফ্ল্যাশ যুক্ত ক্যামেরা, ভিডিও রেকর্ডিং-এর সুবিধাও। এ বছরে সোনি নিয়ে এসেছে ক্যাপটিভ টাচ স্ক্রিনের ৯.৪ ইঞ্চির ট্যাবলেট।
ডেল আবার ট্যাবলেটে উইন্ডোজ ৭ ব্যবহার করছে। এ বছরে ডেলের ১০.১ ইঞ্চির ক্যাপটিভ মাল্টিটাচ ডিসপ্লে, ২ জিবি র্যাম, ৩২ জিবি মেমরি এবং 3G যুক্ত এ ট্যাবলেটে স্কাইপ করা যায়।
কম খরচে কয়েকটি বেশ ভাল ট্যাবলেট এসেছে। যেমন, ‘Ainol Novo 7’, ‘Reliance 3G Tab’ এবং বিএসএনএল-এর কয়েকটি ট্যাবলেট।
আছে আইপ্যাড মিনি। এটি আইপ্যাড ২-এর ছোট সংস্করণ। আর আছে চতুর্থ প্রজন্মের আইপ্যাড।
|
|
|
|
|
|
|