টুকরো খবর
ক্লডিয়াসের মূর্তি বসানোর দাবি
গোষ্ঠ পালের পরে এ বার ময়দান-সংলগ্ন এলাকায় লেসলি ক্লডিয়াসের মূর্তি বসানোর দাবি উঠল। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লিখিত আবেদন জানানো হয়েছে রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র এবং মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কাছে। মেয়র পারিষদ দেবাশিস কুমারের কাছেও আবেদন করা হয়েছে, কলকাতার একটি পার্কের নামকরণ প্রাক্তন হকি তারকার নামে করার জন্য। এ দিকে, শুক্রবার এক ঝাঁক অলিম্পিয়ানদের উপস্থিতিতেই ক্লডিয়াসের স্মরণসভা হয়ে গেল ভেটারেন্স ক্লাবে। চুনী গোস্বামী, বদ্রু বন্দ্যোপাধ্যায়, নিখিল নন্দী ও আরও অনেক প্রাক্তন অলিম্পিয়ান এসেছিলেন ‘ভারতীয় হকির চূড়া’কে শ্রদ্ধা জানাতে। ইস্টবেঙ্গল ক্লাবের সচিব কল্যাণ মজুমদার ও ক্লাবের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকারও ছিলেন। এ দিকে, বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন ও কাস্টমসের উদ্যোগে শনিবার বিকেল চারটের সময় রোটারি সদনে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে।

হারল শ্রীলঙ্কা
‘বক্সিং ডে টেস্ট’এর ত্ৃতীয় দিনে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ২০১ রানে হেরে গেল শ্রীলঙ্কা। জনসনের আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপ। ব্যাট হাতেও জনসন করেন অপরাজিত ৯২ রান। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৬০ রানে অল আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ২৪.২ ওভারের মধ্যে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় সাত উইকেটে ১০৩। চোটের জন্য সঙ্গাকারা, জয়বর্ধনে ও ওয়েলেগেদারা ব্যাট করতে পারেননি। এ দিন জনসনের বলে বাঁ হাতে চোট পেয়ে পুরো অস্ট্রেলিয়া সফর থেকেই ছিটকে গেলেন কুমার সঙ্গকারা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে কেপটাউন ও কলম্বোর পর টেস্টে শ্রীলঙ্কার সবচেয়ে লজ্জাজনক ইনিংস হার এটাই।

গ্যালারিতে ডাক্তার
ভারত-পাকিস্তান ম্যাচে ইডেনের গ্যালারিতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে চিকিৎসকদের দল। যে দলে থাকবেন অস্থি বিশেষজ্ঞ থেকে শুরু করে হৃদরোগ বিশেষজ্ঞ, ফিজিওথেরাপিস্ট, এবং নাস। ব্যবস্থাপনায় ক্যালকাটা মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। বেঙ্গালুরুতে এক দর্শক মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তেমন ঘটনা এড়াতেই এই ব্যবস্থা। ভারত-পাক ক্রিকেটারদের জন্যও সংরক্ষিত থাকবে একটি আইসিইউ। সচিন তেন্ডুলকরের নামে একটি বিশেষ বেড-এরও উদ্বোধন করা হবে ম্যাচের দিন। ওই বেড জাতীয় স্তরের খেলোয়াড়দের জন্য সংরক্ষিত থাকবে সিএমআরআইয়ে।

শিশির সামলাতে
ইডেনে ভারত-পাক ম্যাচের তিন দিন আগে থেকে আউটফিল্ডে জল দেওয়া যাবে না। শিশিরের সমস্যা মোকাবিলার জন্যই এই সিদ্ধান্ত। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকেই এই নির্দেশ এসে পৌঁছেছে সিএবি-তে। শিশিরের প্রভাব যাতে বেশি না পড়ে, সে জন্য দিন রাতের ম্যাচ শুরু হবে বেলা বারোটায়। তবে ম্যাচের শেষ দিকে সন্ধ্যায় যাতে শিশির বড় সমস্যা না হয়ে ওঠে, সে জন্য ‘অ্যাসপা ৮০’ স্প্রে ব্যবহার করা হবে এবং ব্যাটসম্যানদের আসা-যাওয়ার ফাঁকে দড়ি দিয়ে শিশির সরানোর কাজও করতে হবে বলে নির্দেশ দিয়েছে বোর্ড।

টেস্ট হায়দরাবাদে
কলকাতা নয়, হায়দরাবাদে হবে ভারত ও অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট। ম্যাচটি হওয়ার কথা ছিল কানপুরে। তবে অস্ট্রেলীয় বোর্ডের পর্যবেক্ষক দল গ্রিন পার্কের পরিকাঠামো দেখে অসন্তোষ প্রকাশ করায় ভারতীয় বোর্ড ম্যাচ সরানোর সিদ্ধান্ত নেয়। কলকাতায় ম্যাচটি আনার জন্য চেষ্টা করেছিল সিএবি। কিন্তু রোটেশন নীতি অনুযায়ী এই টেস্ট হায়দরাবাদকে দেওয়া হল।

একে ওঠার আশা
আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠার আশা রয়েছে ভারতের। বর্তমান ত্ৃতীয় স্থানে ভারত। রেটিং পয়েন্ট ১২০। তবে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ জিতলেই ১২১ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সিরিজের একটা ম্যাচে হারলেও ধোনিদের থাকতে হবে তিনেই।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.