কমিটি গড়ছেন ইবোবি
নাগা-মণিপুরী দ্বন্দ্ব বেড়েই চলেছে
ণিপুরে পার্বত্য ও উপত্যকার জেলাগুলিতে নাগা বনাম মণিপুরি দ্বন্দ্ব ক্রমেই বাড়ছে। পার্বত্য মণিপুরের ক্ষেত্রে বিকল্প প্রশাসনিক ব্যবস্থার দাবি তুলেছে এনএসসিএন (আই-এম)। তা নিয়ে ক্ষোভ ছিলই। এরপর, চান্দেল ও পূর্ব ইম্ফলে মণিপুরি অভিনেত্রী ও নাগা ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় আগুনে ঘি পড়েছে। চলছে বন্ধ, অর্থনৈতিক অবরোধ। আজ বন্ধ মোটামুটি শান্তিপূর্ণভাবে কাটলেও রাজ্যে নানা উপজাতির মধ্যে পারস্পরিক ভুল বোঝাবুঝি ও এলাকা দখলের লড়াই এড়াতে, মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ সিদ্ধান্ত নিয়েছেন, সাচার কমিটির আদলে মণিপুরের বিভিন্ন উপজাতিগুলির সামাজিক, আর্থিক, শিক্ষাগত অবস্থা নিয়ে সমীক্ষা চালাতে বিশেষ কমিটি গড়া হবে।
আজ, কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজীব ভবনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ইবোবি বলেন, “আমরা যদি রাজ্যে বিভিন্ন উপজাতির অবস্থান, অবস্থাগত ছবিটা পরিষ্কার করে ফেলতে পারি, তবে ভবিষ্যতের অনেক বিতর্ক সামাল দেওয়া
যাবে। কমিটির রিপোর্টের ভিত্তিতে তৈরি হবে অ্যাকশন প্ল্যান।” পাশাপাশি, স্বরাষ্ট্রমন্ত্রী গাইখংবাম বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষার কাজে গ্রামরক্ষী বাহিনীর ব্যবহার বিষয়ে এসপিদের সংযত হওয়া প্রয়োজন।”
বন্ধ চলাকালীন পুলিশ ও গ্রামরক্ষী বাহিনীর গুলি চালনায় এক চিত্র সাংবাদিকের মৃত্যু হয়েছে। তারপর থেকেই গ্রামরক্ষী বাহিনীর উপরে নামে নিষেধাজ্ঞা। তারপরেও, পশ্চিম ইম্ফলের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে গ্রামরক্ষী বাহিনীর মারে এক শ্রমিক মারা যান। দু’টি ঘটনায় আটজন গ্রামরক্ষী বরখাস্ত হয়েছেন। গ্রেফতার হন চারজন। মণিপুরের ৯টি জেলায় পুলিশের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষার কাজে লিপ্ত আছেন ৩ হাজার গ্রামরক্ষী। গাইখংবাম বলেন, “স্থানীয়ভাবে কাজে লাগানোর ক্ষেত্রে গ্রামরক্ষীদের নিয়োগ করা হলেও, গুরুতর আইন-শৃঙ্খলা পরিস্থিতির মোকাবিলায় তাঁদের যথাযথ প্রশিক্ষণ থাকে না। তাই, তাদের নিজস্ব শিবিরের সীমানার ভিতরেই কাজ করতে বলা হয়েছে।”
এ দিকে, সুমং লীলা পরিষদ ও ফিল্ম ফোরাম তাদের বন্ধ প্রত্যাহার করে নিলেও গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পার্বত্য এলাকায় ইউনাইটেড নাগা কাউন্সিলের বন্ধ অবশ্য চলছে। এর মধ্যেই থৌবাল জেলার ওয়াংজিং-এ ১৮ বছর বয়সী এক গৃহবধুকে ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত সইবাম সমরজিৎ আজ পুলিশের কাছে আত্মসমর্পণ করে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.