টুকরো খবর
নির্দিষ্ট রিকশা স্ট্যান্ড নেই সিউড়িতে
সিউড়ি প্রশাসিক ভবন সংলগ্ন শহিদ বেদীর সামনে অনুমোদন হীন রিকশা স্ট্যান্ড। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়।
প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে সিউড়ি শহরে রিকশার সংখ্যা। অথচ তাদের জন্য নেই পুরসভার কোনও নির্দিষ্ট রিক্সাস্ট্যান্ড। ফলে ওই সব রিকশাগুলি যত্রতত্র এমন কী বিভিন্ন দোকানের সামনে নিজেরাই স্ট্যান্ড বানিয়ে নিচ্ছে। নেই কোনও নির্দিষ্ট ভাড়ার তালিকাও। ফলে যার কাছে যেমন খুশি তাঁরা ভাড়া আদায় করেন বলে অভিযোগ। এই ব্যাপারে পুরপ্রধান উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, “শহর লাগোয়া পঞ্চায়েত এলাকাগুলি থেকে যাত্রী নিয়ে এসে শহরে কাজ করছেন রিকশা চালকেরা। জানুয়ারি মাস থেকেই তাঁদের চিহ্নিত করে প্লেট নম্বর দেওয়া হবে। নির্দিষ্ট রিকশাস্ট্যান্ড গড়ে দেওয়া হবে এবং যেখানে ভাড়ার তালিকা নেই সেই সব স্ট্যান্ডগুলিতে ভাড়ার তালিকাও টাঙিয়ে দেওয়া হবে।”

নানুরে খুন তৃণমূল কর্মী
বাজার থেকে মাছ বিক্রি করে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তৃণমূল সমর্থকের। শুক্রবার নানুরের বিনাড়া গ্রামে সকাল সাড়ে ৯টা নাগাদ ওই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম হারাধন মেটে (৩৫)। বিনাড়া গ্রামেই তাঁর বাড়ি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে স্থানীয় খুজুটিপাড়া বাজারে মাছ বিক্রি করে সাইকেলে বাড়ি ফিরছিলেন হারাধনবাবু। বাড়ির ঢোকার কিছুটা আগেই তাঁর বুকে গুলি লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় বাসিন্দাদের জানান, বেশ কিছু দিন ধরে নানুরের জলুন্দি, বেড়গ্রাম, খুজুটিপাড়া-সহ বিভিন্ন গ্রাম তথা এলাকা দখলের জন্য তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গোলাগুলি চলছে। তারই জেরে হারাধনবাবু খুন হয়েছেন বলে তাঁদের দাবি। যদিও স্থানীয় দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের জেলা কমিটির সদস্য আব্দুল কেরিম বলেন, “হারাধন মেটে আমাদের কর্মী ঠিকই। কিন্তু গোষ্ঠী নয়, দুষ্কৃতীদের এলাকা দখলের জেরেই তাঁকে খুন হতে হয়েছে।” জেলা পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও অভিযোগ দায়ের হয়নি। এলাকায় পুলিশ টহল দিচ্ছে। কী কারণে খুন, তদন্ত করে দেখা হচ্ছে।”

ধৃতের জেল
ভুয়ো স্বাস্থ্যকর্মী পরিচয় দিয়ে শিশু চুরির ঘটনায় অভিযুক্ত মহিলার জামিনের আবেদন খারিজ করল বোলপুর আদালত। শুক্রবার ধৃত নূপুর হাজরাকে বোলপুর আদালতে হাজির করানো হয়। “বোলপুরের এসিজেএম পীযূষ ঘোষ ধৃত মহিলাকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন।” শর্ত সাপেক্ষে বন্ডের মাধ্যমে চুরি যাওয়া শিশুটিকে তাঁর মায়ের হাতে তুলে দিয়েছে আদালত। গত বুধবার পুলিশের কাছে ওই শিশুর বাবা-মা সুনীল হাঁসদা ও বুধিন হাঁসদার অভিযোগ করেছিলেন, সুস্থ সন্তান হয়েছে, তাই ব্লক থেকে পুরস্কার দেওয়া হবে বলে তাঁদের জানিয়েছিলেন ওই মহিলা। শিশুকে নিয়ে ব্লক অফিসে নিয়ে যাওয়ার পথে মহিলার দেওয়া কেক খেয়ে অজ্ঞান হয়ে জান বুধিনদেবী। জ্ঞান হওয়ার পর আর নিজের শিশুকে দেখতে পাননি। বৃহস্পতিবার নানুর থানার কড়েয়া দিঘিরপাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

জল সরবরাহ নিয়ে ক্ষোভ
সিউড়ি শহরে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। এলাকার বাসিন্দাদের ক্ষোভ, বেশ কিছু দিন জল সরবরাহ হচ্ছে না ৬, ৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ডে রাস্তার ট্যাপকলে। জল এলেও থাকছে না বেশি ক্ষণ। কোনও দিন আধ ঘন্টা, কোনও দিন ১ ঘন্টা জল পাওয়া যায়। ফলে বেশিরভাগ ট্যাপকলের সামনে দীর্ঘ লাইন পড়ে। পুরপ্রধান উজ্জ্বল মুখোপাধ্যায় অবশ্য দাবি করেছেন, “লোডশেডিংয়ের জন্য জল সরবরাহের সময় হেরফের হচ্ছে। তবে রাস্তার পাশের ট্যাপকলগুলি থেকে যাতে পর্যাপ্ত জল পাওয়া যায় তার জন্য আমাদের তরফ থেকে যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছি।”

দুর্ঘটনায় জখম
নিয়ন্ত্রণ হারিয়ে দশ চাকার লরির পিছনে ধাক্কা মারল একটি সরকারি বাস। বাসের চালক-সহ ১৫ জন যাত্রী জখম হন। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে রামপুরহাট থানার বাটাইল মোড় সংলগ্ন এলাকায়, রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে। অধিকাংশ যাত্রী মুর্শিদাবাদ ও মালদা এলাকার। যাত্রীদের অভিযোগ, চালক মোবাইলে কথা বলতে গিয়ে আচমকা ব্রেক কষে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে। যদিও চালক বিজয় সিংহের দাবি, “আমার কাছে মোবাইল থাকে না। সামনে কোনও গাড়ি এসে পড়ায় লরিটি ব্রেক কষে। তখন গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারিনি।”

চাই পাকা রাস্তা
রাস্তায় মোরাম পড়েছে দীর্ঘদিন আগে। কিন্তু সংস্কারের অভাবে লাভপুরের বাবলাডাঙা বাসস্ট্যান্ড থেকে সোনাজুলি পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা বেহাল। পাকা কিংবা ঢালাই করার দাবি পূর্ণ হয়নি আজও। এলাকার বাসিন্দাদের ক্ষোভ, প্রশাসনের সব স্তরে কংক্রিট কিংবা পাকা করার দাবি জানিয়েও লাভ হয়নি। লাভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নদের চাঁদ বাগদি দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.