টুকরো খবর
স্কুল নির্বাচন ঘিরে বোমাবাজি বাগনানে
দু’টি স্কুল নির্বাচনকে ঘিরে বাগনানে উত্তেজনা ছড়াল রবিবার। সামতা শরৎচন্দ্র বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন শুরু হওয়ার পরেই শুরু হয়ে যায় বোমাবাজি। তাতে অবশ্য কেউ হতাহত হননি। তবে, আতঙ্কিত হয়ে পড়েন এলাকার লোকজন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্য দিকে, সন্তোষপুর হাইস্কুলে নির্বাচন চলাকালীন তৃণমূল কর্মীরা কংগ্রেস কর্মীদের উপর হামলা চালায় এবং তাতে পাঁচ জন জখম বলে অভিযোগ। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। সামতার স্কুল ভোটকে কেন্দ্র করে তৃণমূলের লোকজন বোমাবাজি করে বলে অভিযোগ কংগ্রেসের। হাওড়া জেলা কংগ্রেস সভাপতি কাজি আবদুল রেজ্জাক বলেন, “পুলিশের সাহায্য নিয়ে তৃণমূলের লোকজন আমাদের ক্যাম্প অফিসে হামলা চালায়। আমাদের এজেন্ট ও প্রার্থীদের মেরে বের করে দিয়ে বোমাবাজি করে।” সিপিএম নেতা ভাস্কর রায়েরও অভিযোগ, “পরিকল্পিত ভাবে হামলা চালায় তৃণমূল।” অভিযোগ অস্বীকার করে ওরফুলি পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেতা শ্রীকান্ত সরকার বলেন, “কংগ্রেস ও সিপিএম হাত মিলিয়ে এলাকায় বোমাবাজি করে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে।” পুলিশ জানায়, সামতার স্কুলের ভোটগ্রহণ কেন্দ্রের কাছে প্যান্ডেল করে একটি রাজনৈতিক দল শনিবার রাত থেকেই বেআইনি জমায়েত করেছিল। ইট-পাটকেল জমা হয়। রাতেই জমায়েতটি ফাঁকা করা হয়।

হোগলার জঙ্গল থেকে উদ্ধার দুষ্কৃতীর মৃতদেহ
হোগলা গাছের জঙ্গল থেকে খুন হওয়া এক দুষ্কৃতীর পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির রিষড়ার বারুজীবী এলাকায়। নিহতের নাম রতন দাস (৩৭)। বাড়ি রিষড়ার মোড়পুকুর নতুন পল্লিতে। তাকে খুনের অভিযোগে ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের এক কর্তা বলেন, “পুরনো শত্রুতার জেরেই ওই খুন বলে মনে হচ্ছে।” নিহতের বিরুদ্ধে খুন, বেআইনি অস্ত্র রাখা-সহ বিভিন্ন অভিযোগ রয়েছে পুলিশের খাতায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৬ ডিসেম্বর থেকে রতন নিখোঁজ ছিল। শুক্রবার তার বাড়ির লোকজন রিষড়া থানায় অপহরণের মামলা দায়ের করেন। ওই রাতে উত্তরপাড়া থানার পুলিশ বারুজীবী এলাকা থেকে রঞ্জিৎ পাল, হিরা সেন এবং চিরঞ্জিৎ বিশ্বাস ওরফে ছোটকা নামে তিন সমাজবিরোধীকে গ্রেফতার করে। তারা ওই এলাকার আর এক দুষ্কৃতী সুষেন মৈত্রের শাগরেদ বলে পুলিশ জানিয়েছে। তদন্তকারী পুলিশ অফিসারদের দাবি, জেরায় ধৃতেরা রতনকে খুনের কথা কবুল করে জানায়, ৬ ডিসেম্বর রাতে রিষড়ার একটি বন্ধ কারখানার মাঠ থেকে রতনকে তুলে নিয়ে গিয়ে কানাইপুরের ডিপ টিউবওয়েল মাঠে গলায় ফাঁস দিয়ে খুন করে তারা। এর পরে দেহটি হোগলা গাছের জঙ্গলে ফেলে রেখে যায়। নিহত রতন হুগলির এক সময়ের ত্রাস হুব্বা শ্যামলের ঘনিষ্ঠ ছিল।

প্রতিবাদ মিছিল ব্যারাকপুরে

ছুটির সন্ধ্যায় মিছিলের ঢল নামল শিল্পাঞ্চলজুড়ে। শনিবার বীজপুরে তৃণমূল-সিপিএম সংঘর্ষের প্রতিবাদে দু’দলই এ দিন ধিক্কার মিছিল বের করে। বীজপুরে তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়ের নেতৃত্বে কাঁচরাপাড়ার তেঁতুলতলা থেকে সার্কাস ময়দান পর্যন্ত একটি বিশাল মিছিল বেরোয়। সিপিএমের ‘সন্ত্রাস’-এর কথা বলা হয় স্লোগানে। ব্যারাকপুরে সিপিএমও মিছিল বের করে। প্রাক্তন সাংসদ তড়িত তোপদার ও সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্যের উপর হামলার প্রতিবাদে ও তৃণমূলের অপশাসনের অভিযোগ তুলে পাল্টা স্লোগান দেওয়া হয় সেখানেও। এ দিন ব্যারাকপুর স্টেশন থেকে দিল্লির গণধর্ষণের ঘটনার প্রতিবাদে মোমবাতি হাতে মৌনীমিছিল বের করেন বাসিন্দারা।

বাগনানে ব্যায়াম প্রতিযোগিতা
ছবি: সুব্রত জানা।
শুক্রবার ‘পূর্ব ভারত দেহসৌষ্ঠব প্রতিযোগিতা’-র উদ্বোধন হল হাওড়ার বাগনানে। একই সঙ্গে ‘পূর্ব ভারত মহিলা ফিটনেস প্রতিযোগিতা’, ‘পশ্চিমবঙ্গ রাজ্য সিনিয়র দেহসৌষ্ঠব প্রতিযোগিতা’, ‘পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা ফিটনেস প্রতিযোগিতা’ এবং ‘হাওড়া জেলা যোগাসন প্রতিযোগিতা’-ও শুরু হল এ দিন থেকে। পশ্চিমবঙ্গ-সহ দেশের ১১টি রাজ্য থেকে মোট ৬০০ জন পুরুষ ও মহিলা প্রতিযোগী যোগদান করেছেন বলে জানিয়েছেন উদ্যোক্তাদের অন্যতম শরিফুল হক। প্রতিযোগিতা চলবে আজ, ২৫ ডিসেম্বর পর্যন্ত। পরিচালনায় বাগনান বাঘাযতীন ব্যায়ামাগার।

বিবেকজ্যোতি মশাল দৌড়
ছবিটি তুলেছেন মানস মণ্ডল।
রবিবার কন্যাকুমারীতে বিবেকানন্দ শিলাস্থিত মন্দিরে বিবেকজ্যোতি মশাল দৌড়ের আনুষ্ঠানিক সূচনা হল চেন্নাই রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী কমলাত্মানন্দের হাত ধরে। এ দিন কমলাত্মানন্দ এই প্রজ্জ্বলিত জ্যোতি তুলে দেন হুগলি-চুঁচুড়া স্বামী বিবেকানন্দ জন্মসার্ধশতবর্ষ সমিতির সম্পাদক অসীম কুমার দে-র হাতে। স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে প্রায় ২৬০০ কিলোমিটার পথ অতিক্রম করে কলকাতায় স্বামীজির জন্মভিটা ও বেলুড় মঠ স্পর্শ করে ১২ জানুয়ারি মশাল দৌড় শেষ হবে চুঁচুড়া ময়দানে।

আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ের বাড়াবাটি এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুজিত সাঁফুই। ওই দুষ্কৃতীর কাছ থেকে একটি রিভলবার ও ২টি গুলি উদ্ধার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বধূ নির্যাতন-সহ বেশ কিছু অভিযোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তের পরে জানিয়েছে পুলিশ।

দু’টি আগুন
একটি তুলোর গুদামে আগুন লাগল। রবিবার, হাওড়ার বাঁধাঘাটে। পুলিশ জানায়, ধোঁয়া দেখে স্থানীয়েরাই দমকলে জানান। ঘিঞ্জি এলাকায় গুদামটির আশপাশে রাসায়নিকের কারখানা রয়েছে। তবে আগুন ছড়ানোর আগেই দমকলের দশটি ইঞ্জিন তা নিয়ন্ত্রণে আনে। এ দিনই জোড়াসাঁকোয় একটি বহুতলের একতলায় কাপড়ের গুদামে আগুন লাগে। দু’টি ইঞ্জিন তা নেভায়। বাসিন্দারা গুদামটিকে ‘অবৈধ’ বলে দাবি করে অভিযোগ দায়ের করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.