বিনোদন
টুকরো খবর

সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা হল বাগনানে

সম্প্রতি হাওড়ার বাগনানের রথতলা ময়দানে ‘বাগনান রঙ্গতীর্থে’র উদ্যোগে অনুষ্ঠিত হল ৩০তম সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা। ৫ দিন ব্যাপী এই প্রতিযোগিতায় মোট ১৬টি দল যোগদান করেছিল। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ছাড়াও বাংলাদেশ থেকেও নাটকের দল এসেছিল বলে উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে। এই প্রতিযোগিতার উদ্বোধনে উপস্থিত ছিলেন সমাজকর্মী প্রণয় গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক আক্কেল আমিন খান। উদ্যোক্তাদের পক্ষে হারাধন বোয়াল বলেন, “প্রতিযোগিতায় প্রথম হয়েছে আগরপাড়া কালপুরুষের নাটক ‘ফিরায়ে দিও না মোরে’। এই নাটকের পরিচালক রাজা গুহ প্রতিযোগিতার সেরা পরিচালকের সম্মান পেয়েছেন। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে কুমোরটুলি রঙ্গলোকের নাটক ‘ভূশন্ডির মাঠ’ এবং তৃতীয় হয়েছে চন্দননগর যুগের যাত্রীর নাটক ‘প্রেত’। মানকুণ্ডু সৃজনের নাটক ‘চাঁদের কাছে’ চর্তুথ স্থান পেয়েছে।” অনুষ্ঠানের শেষ দিন সোমবার পরিবেশিত হয় আয়োজক সংস্থার নাটক ‘শূন্য থেকে শুরু’। সমাপ্তি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অন্তরা মান্না ও অনন্যা মান্না। অনুষ্ঠানটি পরিচালনা করেন লক্ষ্মীকান্ত কারক।

গণনাট্য সঙ্ঘের রাজ্য সম্মেলন হরিপালে
ছবি: দীপঙ্কর দে
ভারতীয় গণনাট্য সঙ্ঘের চতুর্দশ রাজ্য সন্মেলন হুগলির হরিপালে অনুষ্ঠিত হল। সম্মেলন শুরু হয় গত শুক্রবার। রবিবার শেষ দিনে নালিকুল বাজারে প্রকাশ্য সমাবেশ হয়। উপস্থিত ছিলেন সিপিএমের প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম, রূপচাঁদ পাল, বর্তমান সাংসদ শক্তিমোহন মালিক প্রমুখ। সমাবেশে সঙ্ঘের নতুন রাজ্য সভাপতি এবং সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সভাপতি হয়েছেন শিশির সেন। সম্পাদক গোরা ঘোষ। সঙ্ঘ সূত্রে জানানো হয়েছে, নাচ, গান, পথনাটিকা, পুতুলনাচের মাধ্যমে সঙ্ঘের সদস্যেরা সাধারণ মানুষের কাছে পৌছবেন রাজ্যের বতর্মান পরিস্থিতি নিয়ে অবগত করতে। সমাবেশে মহম্মদ সেলিম বলেন, “সরকার পরিবতর্ন হওয়ায় রাজ্যের মানুষ ভেবেছিলেন নতুন কিছু হবে। সে দিন সবাই কালীঘাটে লাইন দিয়েছিলেন। কিন্তু এখন কোন ঘাটে নৌকা বাঁধবেন ভেবে উঠতে পাচ্ছেন না কেউ। পরিস্থিতি হারে হারে টের পাচ্ছেন।” সেলিমের বক্তব্য, “সরকারের দেড় বছর কেটে যাওয়ার পরে তৃণমূলের লোকেরা সব ছেড়ে শিক্ষকদের উপরে হামলা-জুলুম শুরু করেছে। নিজেদের গোষ্ঠীর মধ্যে মারপিট করছে।”

পাঁশকুড়ায় নাট্যোৎসব
পাঁশকুড়া কালচারাল অ্যাকাডেমির উদ্যোগে চার দিন ব্যাপী নাট্যোৎসব শুরু হল রবিবার। বিডিও অফিস সংলগ্ন অডিটোরিয়ামে রবিবার এই নাট্যোৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী জগন্নাথ বসু। আয়োজক সংস্থার সম্পাদক অজিত বেরা জানান, নবম বর্ষে পা দেওয়া এই নাট্যোৎসবে স্থানীয় তিনটি ও বিভিন্ন জেলার মিলিয়ে ৮টি দল যোগ দিচ্ছে। নাট্যোৎসব চলবে বুধবার পর্যন্ত।


জলপাইগুড়িতে চলচ্চিত্র উৎসবে রঞ্জিত মল্লিক।
রবিবার। ছবি: সন্দীপ পাল।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.