টুকরো খবর
সিসিটিভি রাখতেই হবে, পুলিশি নির্দেশ
বড়দিন ও বর্ষবরণের উৎসবকে কেন্দ্র করে অশান্তি এড়াতে রবিবার দুর্গাপুরের বিভিন্ন হোটেল মালিকদের নিয়ে একটি বৈঠক করল পুলিশ। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (পূর্ব) সুনীল যাদব জানান, হোটেল কর্তৃপক্ষকে বেশ কিছু ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি পুলিশের সঙ্গে সহযোগিতা করতে নির্দেশও দেওয়া হয়েছে। সুনীলবাবু জানান, এ দিনের বৈঠকে শহরের মোট ২২টি হোটেল কর্তৃপক্ষকে ডাকা হয়েছিল। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সব হোটেলে বড়দিন বা বর্ষশেষের অনুষ্ঠানের আয়োজন করা হবে, সেখানে সিসিটিভি (ক্লোজ সার্কিট ক্যামেরা) লাগানো বাধ্যতামূলক। ইতিমধ্যেই বেশ কিছু হোটেল-লজে সিসিটিভি রয়েছে। বাকিগুলিতেও দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। কলেজের ভিতর ঢোকা, বেরনোর পথ ছাড়াও উৎসব প্রাঙ্গণে সিসিটিভি বসানো বাধ্যতামূলক। হোটেলের সামনের রাস্তা ফাঁকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দুষ্কৃতীরা ভিড়ের সুযোগ নিতে না পারে। সব হোটেলে বেসরকারি নিরাপত্তা রক্ষী রাখাও বাধ্যতামূলক করা হয়েছে। পুলিশের তরফে সিটি সেন্টারে দু’টি পুলিশ পিকেটের ব্যবস্থা থাকছে। হোটেলগুলির বেসরকারি নিরাপত্তা রক্ষীরা প্রতি দু’ঘণ্টা অন্তর পুলিশ পিকেটগুলির সঙ্গে যোগাযোগ করে তথ্য জানাবেন। ২৪ ঘণ্টা তৎপর থাকবে সিটি সেন্টারে পুলিশ র্যাফের শিবিরটি। সিটি সেন্টার চত্বরে পুলিশের পাঁচটি মোটরবাইক টহল দেবে বলেও এডিসিপি জানান। তিনি বলেন, “অপরাধমূলক কাজকর্ম রুখতে দুর্গাপুরের তিনটি থানা এলাকায় অতিরিক্ত ২৬০ জন পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে।”

কাঁকসায় ট্রাক চুরি, গ্রেফতার
ট্রাক চুরির অভিযোগে শেখ আনোয়ার নামে এক যুবককে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। তার বাড়ি সিউড়িতে। পুলিশ জানায়, পানাগড়ের বিএসএনএলের অফিসের সামনে থেকে শুক্রবার ট্রাকটি নিখোঁজ হয়ে যায়। কাঁকসা থানায় ট্রাকের মালিক মহম্মদ ইব্রাহিমের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। রবিবার কলকাতায় একটি বিয়েবাড়ি যাওয়ার পথে দমদমে একটি পেট্রোল পাম্পের পাশে ট্রাকটি দেখতে পান ইব্রাহিম। তিনি ও তাঁর সঙ্গীরা ট্রাকের কাছে গেলে পালিয়ে যায় দু’জন। আনোয়ারকে হাতে নাতে ধরে ফেলেন তাঁরা। পুলিশের সহযোগিতায় তাকে কাঁকসায় নিয়ে আসা হয়। পুলিশের দাবি, ধৃতকে জেরা করে জানা গিয়েছ, সিউড়ির বাসিন্দা মহম্মদ রাজা ও শেখ আজাদ দীর্ঘদিন ধরে লরি ও ট্রাক চুরির সঙ্গে যুক্ত। তারা ১০ হাজার টাকা দেওয়ার নাম করে আনোয়ারকে সঙ্গে নিয়েছিল। চুরি করে ট্রাকটি তারা প্রথমে সিউড়িতে নিয়ে যায়। পরে উত্তর ২৪ পরগনায় একজনকে বিক্রি করবে বলে সেটি নিয়ে যাচ্ছিল তারা। পুলিশ জানায়, রাজা ও আজাদের খোঁজ চলছে।

রেলের জাল নিয়োগপত্র উদ্ধার
বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে রেলে চাকরি দেওয়ার প্রচুর জাল নিয়োগপত্র উদ্ধার করল হিরাপুর থানার পুলিশ। গত ১৯ নভেম্বর ওই এলাকার বাসিন্দা কুন্দন সিংহকে টাকা নিয়ে জাল নিয়োগপত্র দেওয়ার অভিযোগে গ্রেফতার করে হিরাপুর পুলিশ। তাকে চার দিনের জন্য পুলিশ হেফাজতে নিয়ে বিশেষ অভিযান চালানো হয়। ওই অভিযান চলাকালীনই জাল নিয়োগপত্রগুলি উদ্ধার করে পুলিশ। ঘটনার জেরে একজন প্রাক্তন রেলকর্মী-সহ আরও তিন জন জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে তারা পলাতক।

ট্রেনে কাটা, মৃত্যু
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার বিকেলে পানাগড়ে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম সামন্ত পন্ডিত (৩৫)। বাড়ি পানাগড় রেললাইনের কাছে। দুর্গাপুর যাওয়ার জন্য ট্রেন ধরতে রেল লাইন পেরিয়ে স্টেশনে যাচ্ছিলেন তিনি।

সিমেন্ট চুরি, ধৃত
সিমেন্ট চুরির অভিযোগে এক লরি চালককে গ্রেফতার করল রানিগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম মহম্মদ সাহাবাজ আনসারি। পুলিশ জানায়, এই ব্যক্তি রানিগঞ্জ থেকে সিমেন্ট নিয়ে গন্তব্যে যাওয়ার পথেই তা রাস্তায় নামিয়ে বিক্রি করে দেয়। রবিবার ধৃতকে আদালতে তুলেছে পুলিশ।

পড়ুয়াদের সংবর্ধনা
১৭৭ জন কৃতী পড়ুয়াকে জামুড়িয়া নেতাজি শতবর্ষ ভবনে সংবর্ধনা দিল হাজার মুসলিম সমাজ কমিটি। উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ বংশগোপাল চৌধুরী, জামুড়িয়ার বিধায়ক জাহাআরা খান প্রমুখ।

কোথায় কী

দুর্গাপুর
• মহকুমা যোগব্যায়াম প্রশিক্ষণ শিবির। নবদিগন্ত স্পোটর্স অ্যাকাডেমি মাঠ।
উদ্যোগ: বর্ধমান জেলা ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন। ২৯ ডিসেম্বর পর্যন্ত।
• বার্ষিক ক্রীড়া। সকাল ১০ টা। উদ্যোগ: লিট্ল পার্ল।

কাটোয়া
তাঁতবস্ত্র মেলা। ঘোষহাট। উদ্যোগ: হ্যান্ডলুম ডেভলপমেন্ট অফিস।

কাটোয়া

• সাংস্কৃতিক অনুষ্ঠান। সংহতি মঞ্চ। বিকাল ৫ টা। উদ্যোগ: হোলি অ্যাঞ্জেল স্কুল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.