টুকরো খবর
অস্কার দৌড় থেকে বাদ গেল বরফি
অস্কার থেকে ছিটকে গেল অনুরাগ বসুর ‘বরফি’। সেরা বিদেশি চলচ্চিত্র বিভাগের প্রাথমিক দৌড়ে ছিল অনুরাগ বসুর ছবিটি। এই বিভাগে ‘বরফি’-সহ মোট ৭১টি ছবির মধ্যে পরবর্তী রাউন্ডে গিয়েছে ৯টি। ২৪ ফেব্রুয়ারি অস্কার-সন্ধ্যায় পাঁচটি ছবির চূড়ান্ত তালিকা থেকে একটিকে বেছে নেওয়া হবে। বিদেশি ছবির বিভাগে আগেও বেশ কয়েক বার অস্কারের কাছাকাছি পৌঁছে হতাশ হতে হয়েছে ভারতকে। শেষ পাঁচে পৌঁছেছিল ‘মাদার ইন্ডিয়া’ (১৯৫৮), ‘সালাম বম্বে’ (১৯৮৯), ‘লগান’ (২০০২)। রণবীর কপূর-প্রিয়ঙ্কা চোপড়াদের থেমে যেতে হল তার অনেক আগেই।

আকর্ষণ অপরাধ
হয়তো আপনি সুন্দরী, আকর্ষণীয় পোশাক পরেন। হয়তো আপনার বস-কে ‘অন্য’ চোখে দেখেনও না। কিন্তু বস আপনার দিক থেকে চোখ সরাতে পারেন না। এই দুদর্মনীয় আকর্ষণ থেকে রেহাই পেতে শেষ পর্যন্ত তিনি যদি আপনাকে ছাঁটাই করে দেন, তবে আপনার কিছু বলার নেই। আমেরিকায় আইওয়া সুপ্রিম কোর্ট একটি মামলায় এমনই রায় দিয়ে বলেছে, এই যুক্তিতে ছাঁটাই হওয়া কোনও কর্মী বলতে পারেন না যে, তাঁর নাগরিক অধিকার লঙ্ঘিত হয়েছে।

বাড়ছে মৃত্যু
টাইফুনে মৃতের সংখ্যা দেড় হাজার ছুঁয়ে ফেলতে পারে বলে আশঙ্কা। ফিলিপিন্সের অসামরিক প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জানান, এক হাজারেরও বেশি লোক মারা গিয়েছেন। নিখোঁজ প্রায় আটশো জন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.