আজকের শিরোনাম
একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন সচিন
আজ আন্তর্জাতিক একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন সচিন তেন্ডুলকর। জল্পনা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। তার উপর তাঁর সাম্প্রতিক পারফর্ম্যান্স তাঁর স্বভাবসিদ্ধও ছিল না। আজ না হলে কাল এই ঘোষণা হতই। তবে ঘরের মাঠে পাকিস্তান সিরিজের ২ দিন আগে তিনি একদিনের ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করবেন তা তাঁর অতিবড় ভক্তও বোধহয় ভাবতে পারেননি। আজ সকালে বিসিসিআই সূত্রে একদিনের ক্রিকেট থেকে সচিন তেন্ডুলকরের অবসরের কথা জানানো হয়েছে। সচিন নিজেই বোর্ডের কাছে একটি বিবৃতিতে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বোর্ড সভাপতি এন শ্রীনিবাসনের সঙ্গেও তিনি আগে কথা বলেছিলেন। তার পরই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তিনি। নিজের বিবৃতিতে সচিন জানিয়েছেন, একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জেতা তাঁর একটা বড় স্বপ্ন ছিল। গত বছর সেই স্বপ্ন পূরণ হওয়ায় তিনি তৃপ্ত। তিনি আরও জানিয়েছেন ২০১৫-এর বিশ্বকাপের ২ বছর আগেই অবসরের ফলে নতুন টিম গড়ে তুলতে যথেষ্ট সময় পাবেন নির্বাচকরা। আগামী দিনের জন্য নতুন ‘টিম ইন্ডিয়া’কে তিনি শুভেচ্ছা জানিয়েছেন।
এক নজরে একদিনের ক্রিকেটে তাঁর কীর্তি
ম্যাচ রান গড় সর্বোচ্চ শতরান অর্ধশতরান উইকেট
৪৬৩ ১৮,৪২৬ ৪৪.৮৩ ২০০* ৪৯ ৯৬ ১৫৪

বিক্ষোভকারীদের দখলে দিল্লির বিজয় চক
গত কালের পর আজও জারি সাম্প্রতিক কালের অন্যতম ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ। দিল্লির বিজয় চকে তরুণ ছাত্রছাত্রীদের সোচ্চার বিক্ষোভের উত্তাপে হার মানছে কনকনে ঠান্ডা। এ রকম স্বতঃস্ফুর্ত প্রতিবাদ শেষ কবে দেখেছিল দিল্লি? আর সর্বস্তরের মানুষের তরফ থেকে এই প্রতিবাদ সামলাতে পুলিশ রীতিমতো হিমশিম খাচ্ছে।
উত্তর দিল্লিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। বন্ধ করে দেওয়া হয়েছে ৭টি মেট্রো স্টেশন। এক দিকে যখন এই রকম পরিস্থিতি, তখন খোদ পুলিশের বিরুদ্ধেই ‘অমানবিক’ আচরণের অভিযোগ আনলেন বিক্ষোভকারীরা। তাঁদের বক্তব্য, মহিলাদের গায়ে পুরুষ পুলিশকর্মীরা হাত দিয়ে তাঁদের সরানোর চেষ্টা করছে। বিক্ষোভে সামিল এত মহিলা থাকা সত্ত্বেও সেখানে পর্যাপ্ত মহিলা পুলিশ নেই কেন এটা অবশ্যই একটা বড় প্রশ্ন। শুধু এই নয়, বিক্ষোভকারীদের হঠাতে লাঠিচার্জও করেছে পুলিশ, এমন অভিযোগও শোনা গিয়েছে কারও কারও গলায়। এরই মধ্যে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন। অনেক বিক্ষোভকারীদের এক সঙ্গে একটি বাসে তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা করে পুলিশ। তবে সেই বাসের সামনে শুয়ে পড়ে বিক্ষোভকারীরা। চাকার হাওয়াও ছেড়ে দেওয়া হয়। এই নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়েছে ইন্ডিয়া গেট বা যন্তরমন্তরে আজ বিক্ষোভ করা যাবে না, কারণ প্রশাসনের তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি। একমাত্র রামলীলা ময়দানে জমায়েত করা যেতে পারে। দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত জনগণকে একটু ধৈর্য ধরতে অনুরোধ জানিয়েছন। তাঁর বক্তব্য, এই ঘটনায় প্রত্যেকের রাগ হওয়া স্বাভাবিক, তবে রাগের বশে এমন কোনও কাজ করা উচিত্ নয় যাতে প্রশাসনিক কাজে কোনও অসুবিধার সৃষ্টি হয়। তবে প্রতিবাদ যখন এ রকম সোচ্চার হয়, তখন ‘অনুরোধে’ বোধহয় বিশেষ কাজ দেয় না।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.