স্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে তৃণমূল। এই অভিযোগে রাস্তা অবরোধ করেছিলেন কংগ্রেস কর্মীরা। সেখান থেকেও তাঁদের মেরে সরিয়ে দেন তৃণমূলের লোকজন। এই ঘটনায় শনিবার রণক্ষেত্রের চেহারা নেয় বীরভূমের সিউড়ির পুরন্দরপুর হাইস্কুল। প্রতিবাদে কংগ্রেস সিউড়ি ও রামপুরহাট বাসস্ট্যান্ডে অবরোধ করে। |
জেলা কংগ্রেস সভাপতি সৈয়দ সিরাজের অভিযোগ, “সিপিএমের মতো তৃণমূলও আমাদের লোকেদের মারধর করে মনোনয়নপত্র জমা দিতে বাধা দিল।” তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দাবি, “প্রার্থী না পেয়ে কংগ্রেস ও সিপিএম বিশৃঙ্খলা করে এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।”
|
রাস্তায় পাশে বেরিয়েছিল বিদ্যুতের তার। খবর পেয়ে পুলিশ গিয়ে মাটি খুঁড়ে সেখান থেকে উদ্ধার করল একটি ল্যান্ডমাইন। শনিবার বিকেলে পুরুলিয়া জেলার বরাবাজারের বেড়াদা এলাকার ঘটনা। পুলিশ সুপার সি সুধাকর বলেন, “ল্যান্ডমাইনটি আগে কেউ পুঁতেছিল। বম্ব ডিসপোজাল স্কোয়াড ল্যান্ডমাইনটি নিষ্ক্রিয় করে।”
|