সরকারি বাস রুখল তৃণমূলের ইউনিয়ন
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
গায়ের জোরে। —নিজস্ব চিত্র। |
যাত্রীদের নামিয়ে উত্তরবঙ্গ পরিবহণ নিগমের (এনবিএসটিসি) বাস আটকে বিক্ষোভ দেখাল আইএনটিটিইউসি অনুমোদিত অটো-অপারেটর ইউনিয়ন। শনিবার সকালে বহরমপুর-জিয়াগঞ্জ রুটে সৈয়দাবাদ ঘাটের কাছে ঘণ্টা দুয়েক দু’টি বাস আটকে রাখা বিক্ষোভকারীদের হাতে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ফলে, পর্যটক থেকে অফিসযাত্রী বিপাকে পড়েন সকলেই। পুলিশ অবরোধ তুললে যান চলাচল স্বাভাবিক হয়। মুর্শিদাবাদ অটো অপারেটরস ইউনিয়নের সভাপতি বাবু স্বর্ণকার বলেন, “বহরমপুর-লালবাগ রুটে ১২৬টি অটো চলে। এত দিন ওই রুটে এনবিএসটিসি-র দু’টি বাসে মোট ১৬টি ট্রিপ দিত। দিন পনেরো আগে আরও একটি বাস ওই রুটে নামানো হয়। ফলে, অটোচালকদের রুজিতে টান পড়ছে। এর পরে এনবিএসটিসি-র বহরমপুর ডিপো থেকে বাস বেরোতে দেওয়া হবে না।” এনবিএসটিসি-র বহরমপুর ডিভিশনের ম্যানেজার উত্তমকুমার গণ বলেন, “ভাগীরথীর পাড় দিয়ে বহরমপুর-জিয়াগঞ্জ ভায়া লালবাগ রুটে তৃতীয় গাড়িটিও চালানোর জন্য দীর্ঘ দিন ধরে দাবি করছেন লালবাগের লোকজন। ফলে, যাত্রীস্বার্থেই তা চালু করা হয়েছে।”
|
হাড়গোড় উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
নদিয়ার চাকদাহের একটি বাড়ির পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল বেশ কিছু হাড়গোড়। পুলিশের অনুমান, সেগুলি কোনও মহিলার। এ ব্যাপারে স্পষ্ট কোনও দিশা না পেলেও পুলিশ ওই বাড়ির একতলার পুরনো ভাড়াটে এক যুবককে জিজ্ঞাসাবাদ করছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাকদহের কেভিএম এলাকার ওই বাড়ির একতলায় বেশ কিছু দিন আগে ভাড়া থাকতেন এক দম্পতি। ভাড়াটে সেই যুবককেই জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে। |