|
|
|
|
|
এক ঝলকে... |
পৃথিবী
১৬ ডিসেম্বর - ২২ ডিসেম্বর |
|
ওয়াশিংটন ডি সি দামাস্কাস ইউকাটান (মেক্সিকো) মস্কো মস্কো |
|
সমস্যাটা জটিল। কিন্তু সমস্যা জটিল বলে কোনও সমাধান হবে না, এ তো হতে পারে না। মাধানে পৌঁছতেই হবে। বুধবার প্রত্যয়ের সঙ্গে ঘোষণা করলেন প্রেসিডেন্ট ওবামা। আমেরিকায় নিউটাউনের ঘটনাটির পর থেকেই বন্দুক-নিয়ন্ত্রণের বিষয়টি অভূতপূর্ব ফোকাস পেয়েছে, এই প্রথম ডেমোক্র্যাট দলের অনেক দিনের অ্যাজেন্ডা বন্দুক বিল প্রায় সাফল্যের পথ দেখতে পাচ্ছে। নতুন বছরের গোড়ায় প্রথম কাজই হল এই বিল চূড়ান্ত করা, বললেন ওবামা। ভাইস-প্রেসিডেন্ট বাইডেন নবনিযুক্ত কমিটির প্রধান ভার নিচ্ছেন।
• পৃথিবী-ধ্বংসের ধারণাটির ভিত্তি মায়া সভ্যতার ক্যালেন্ডার, যাতে পাঁচ হাজার বছর আগে ২১ ডিসেম্বর ২০১২ দিনটি নির্দিষ্ট হয়েছিল এ জন্য। ভবিষ্যদ্বাণী না ফলুক, ইউকাটান পিরামিডের মতো মায়া সভ্যতার যে কেন্দ্রগুলি রয়েছে মেক্সিকো দেশে, সেখানে পর্যটক সমাগম উল্কাবেগে বেড়ে চলেছে এই মুহূর্তে।
• মস্কোয় সাংবাদিক সম্মেলনে চেচনিয়ার সাংবাদিক দুদেভা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি অপ্রিয় প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন। ফলে তাঁর চাকরিটাই গেল, থুড়ি, যে কাগজের হয়ে কাজ করতেন তিনি, সেটিই উঠে গেল।
• সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে নিয়ে তিনি ‘তত কিছু ভাবিত নন’, বললেন পুতিন। অর্থাৎ আন্তর্জাতিক (মার্কিন-ব্রিটিশ) চাপে সিরিয়ার আক্রমণাত্মক আসাদ সরকারের পিছন থেকে রুশ সমর্থন সরছে।
|
• সিরিয়ার নতুন বিরোধী নেতা সালিম ইদ্রিস শঙ্কিত, কোণঠাসা বাশার আল-আসাদ দেশের মানুষের ওপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ করতে চলেছেন। গত জুলাই অবধি তিনি সিরিয়ার সেনাবাহিনীতেই ছিলেন, ফলে তাঁর আশঙ্কা তাৎপর্যপূর্ণ। মার্কিন গোয়েন্দা বিভাগও এই আশঙ্কাই করছে। ইদ্রিস মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কাছে অস্ত্রসাহায্য চেয়েছেন। |
|
জোহানেসবার্গ |
১৯৯৪ সালের পর এত জটিল পরিস্থিতি আর আসেনি দক্ষিণ আফ্রিকায়। এই ডিসেম্বরে যখন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা এ এন সি-র বৈঠক বসল, গভীর সংঘর্ষ টের পাওয়া গেল প্রথম থেকেই। নেলসন ম্যান্ডেলার উত্তরাধিকারী কে হবেন, সেই প্রশ্নে তীব্র ভাবে দ্বিধাবিভক্ত হল এ এন সি। বর্তমান প্রেসিডেন্ট জেকব জুমা-ই (ছবি) কি আবারও দলনেতা হবেন, পরবর্তী পাঁচ বছর তাঁর শাসনেই থাকবে দেশ? নাকি অন্য কেউ? দেশজোড়া দারিদ্র, অশিক্ষা, বেকারত্বের কারণে জুমা-বিরোধীরা সংখ্যায় অনেক, এবং তাঁদের প্রথম পছন্দ জুমারই এককালীন শিষ্য গালেমা মোতলান্তে। ২০১৪ সালে নির্বাচন। এ দিকে হাসপাতালে অসুস্থ অবস্থায় রয়েছেন প্রবাদপুরুষ ম্যান্ডেলা।
|
কারাকাস |
|
প্রেসিডেন্ট উগো চাভেস যে রকম ঘোরতর অসুস্থ, তাতে তিনি আদৌ আর দেশের শীর্ষ পদে বসতে পারবেন কি না, তাই নিয়েই আপাততত জল্পনা চলছে। দেশ জুড়ে চলছে জনপ্রিয় নেতার আরোগ্যের প্রার্থনা। এ দিকে এরই মধ্যে ভেনেজুয়েলার প্রাদেশিক নির্বাচনে বিপুল ভাবে জয়ী হল তাঁর ইউনাইটেড স্যোশালিস্ট পার্টি। ২৩টি রাজ্যের মধ্যে কুড়িটিতেই জয়ী তারা। বিরোধী-শাসিত রাজ্যের সংখ্যা আট থেকে কমে মাত্র তিন। তবে, সবটাই সুখশয্যা নয়। চাভেসের প্রধানতম প্রতিদ্বন্দ্বী এনরিক রাডনস্কি ফের জয়ী হয়েছেন কিছু কিছু অঞ্চলে, যার মধ্যে রয়েছে দেশের অন্যতম জনবহুল রাজ্য মিরান্ডার গভর্নর হিসেবে পুনর্নির্বাচিত অর্থাৎ বিরোধী শিবিরের প্রধানতম মুখ হিসেবে তাঁর স্বীকৃতি পাকা।
|
প্যারিস |
ফরাসি পাসপোর্ট ফেরত দিয়ে স্বভূমি ফ্রান্সের সঙ্গে সম্পর্ক চুকিয়ে বেলজিয়ামে গিয়ে বসবাস করবেন, ঘোষণা করলেন। ফরাসি অভিনেতা, হলিউডের তারকা জেরার দেপার্দু-র সঙ্গে বিষম সংঘর্ষ চলছে ফরাসি রাষ্ট্রের। তিনি নাকি আয়কর ফাঁকি দিয়েছেন, তাই তাঁর কাছে জরুরি ভিত্তিতে রাষ্ট্রীয় পাওনা মেটানোর তাগাদা আসছে। দেপার্দুর বক্তব্য: সবটাই বানানো, কখনও আয়কর বাকি রাখেননি। আসলে ফ্রান্সের সমস্যা তাঁকে নিয়ে নয়, তাঁর মতো অনেককে নিয়েই। সৃষ্টিশীল মানুষকে মর্যাদা দিতে জানে না ফরাসি রাষ্ট্র, সাধারণ মাপকাঠিতে ফেলে কৃতী মানুষদের ‘হ্যারাস’ করে। এ জন্যই কৃতী শিল্পীরা ফ্রান্স ছেড়ে প্রতিবেশী দেশে চলে যাচ্ছেন! তিনিও যাবেন! প্রধানমন্ত্রী আয়রল-এর প্রতিক্রিয়া: যত সব ‘নিকৃষ্ট’ কথাবার্তা!
|
লন্ডন |
কিঞ্চিৎ বেসামাল অবস্থায় ফেসবুক বা টুইটারে যা ইচ্ছে তাই লিখে ফেলেছেন? খোয়ারি কাটার পর বুঝলেন, বাড়াবাড়ি হয়ে গিয়েছে? আগে হলে বাড়িতে পুলিশ হানা দিত। আর নয়। এখন থেকে, প্রথমে চট করে ডিলিট করে ফেলুন পোস্টটা, তার পর লিখুন ‘ও সব বলার জন্য আমি দুঃখিত’। ব্যস, সাত খুন মাফ। ব্রিটেনের ডিরেক্টর অব পাবলিক প্রসিকিউশনস কির স্টার্নার জানালেন।
|
শেষ পাত |
সম্প্রতি ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এ দিকে ইন্টারনেট ব্যবহারের ওপর সে দেশে হাজার নিয়ন্ত্রণ। ২০০৯-এ উদারপন্থীদের তুমুল আন্দোলনে ফেসবুকের একটা বড় ভূমিকা ছিল, পরে অন্যত্রও একই ব্যাপার ঘটতে দেখেছেন তেহরানের নায়করা। ফলে নিয়ন্ত্রণ আরও বেড়েছে। কিন্তু দেশের লক্ষ লক্ষ মানুষ সরকারি বাধানিষেধ কাটিয়ে ফেসবুক, টুইটারের সদস্য। অতএব তিয়াত্তর বছর বয়সী আলি খামেনেইয়ের ছবি ও উপদেশ-সহ ফেসবুক পেজ খোলা হল। সেই পুরনো ছক: যদি ওদের হারাতে না পারো, তবে ওদের দলে ভিড়ে যাও। |
|
|
|
|
|